পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের-
A
২২ জুন
B
২৩ জুন
C
২৪ জুন
D
২১ জুন
উত্তরের বিবরণ
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে সংঘটিত যুদ্ধই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। এটি উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দেয় এবং ব্রিটিশ শাসনের সূচনা নিশ্চিত করে।
• যুদ্ধটি অনুষ্ঠিত হয় ১৭৫৭ সালের ২৩ জুন, বর্তমান নদীয়া জেলার ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে
• মীর জাফরসহ অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্রে যথাযথ সামরিক সহায়তা পাননি
• ব্রিটিশরা যুদ্ধ জিতলেও এর বড় অংশ ছিল কূটনীতি ও ষড়যন্ত্র
• এই যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতা হারায় এবং অর্থনীতি ও রাজনীতিতে ব্রিটিশ প্রভাব প্রতিষ্ঠিত হয়
0
Updated: 8 hours ago
পলাশীর যুদ্ধে কোন ফরাসি সেনানায়ক বাংলার নবাবের পক্ষে লড়াই করে?
Created: 1 month ago
A
আল বুকার্ক
B
সিন ফ্রে
C
মেজর মনরো
D
ভান্সিটার্ট
পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানে সংঘটিত হয়, যেখানে স্বাধীন বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। এই পরাজয়ের ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়। প্রতি বছর ২৩ জুন পলাশী দিবস হিসেবে স্মরণ করা হয়। যুদ্ধটি বাংলার শেষ স্বাধীন নবাব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশী নামক স্থানে সংঘটিত হওয়ায় এটি পলাশীর যুদ্ধ নামে পরিচিত।
-
১৭৫৭ সালে রবার্ট ক্লাইভ সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করে কলকাতা দখল করেন।
-
নবাবের পরাজয়ের ফলে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের পথ উন্মুক্ত হয়।
-
নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন জগৎশেঠ, মীরজাফর, রায়দুর্লভ ও উমিচাদ।
-
নবাবের পক্ষে যুদ্ধ করেন মীরমদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে।
-
২৩ জুন পলাশী দিবস হিসেবে প্রতি বছর স্মরণ করা হয়।
0
Updated: 1 month ago