বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন-
A
মাননীয় স্পিকার
B
মাননীয় চিফ হুইপ
C
মহামান্য রাষ্ট্রপতি
D
মাননীয় প্রধানমন্ত্রী
উত্তরের বিবরণ
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বানের দায়িত্ব সংবিধানের ৭২ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ওপর ন্যস্ত। এই বিধান সংসদ পরিচালনার ক্ষেত্রে সময়সীমা, অধিবেশন আহ্বান এবং সাংবিধানিক ধারাবাহিকতা নিশ্চিত করে আইন প্রণয়ন প্রক্রিয়াকে কার্যকর রাখে।
• রাষ্ট্রপতি প্রথম অধিবেশনসহ সব নিয়মিত অধিবেশন আহ্বান করেন
• দুই অধিবেশনের মধ্যবর্তী বিরতির সময় ৬০ দিনের বেশি হতে পারে না
• প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রী বা স্পিকার রাষ্ট্রপতিকে অধিবেশন আহ্বানের পরামর্শ দেন
• এই অনুচ্ছেদ সংসদীয় গণতন্ত্র পরিচালনা ও দায়বদ্ধতা নিশ্চিত করার সাংবিধানিক ভিত্তি হিসেবে বিবেচিত
0
Updated: 8 hours ago
জাতীয় সংসদের ৩০০নং আসনটি কোন জেলায় অবস্থিত?
Created: 2 months ago
A
বান্দরবান
B
রাঙামাটি
C
খাগড়াছড়ি
D
পঞ্চগড়
সংসদীয় আসন (বাংলাদেশ):
-
মোট আসন: ৩৫০টি
-
সাধারণ আসন: ৩০০টি
-
মহিলাদের জন্য সংরক্ষিত আসন: ৫০টি
-
-
চূড়ান্ত দক্ষিণাঞ্চলের আসনসমূহ:
-
৩০০ নং আসন: বান্দরবান
-
২৯৯ নং আসন: রাঙামাটি
-
২৯৮ নং আসন: খাগড়াছড়ি
-
২৯৭ নং আসন: কক্সবাজার
-
-
প্রথম আসন: ১ নং আসন – পঞ্চগড়-১
-
সংখ্যাবলীতে সর্বোচ্চ আসন: ঢাকা জেলায় ২০টি সংসদীয় আসন
-
দক্ষিণাঞ্চলের জেলা: বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় প্রতিজেলায় একটি করে সংসদীয় আসন
উৎস: জাতীয় তথ্য বাতায়ন
0
Updated: 2 months ago
বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত?
Created: 1 month ago
A
৩৩০
B
৩৪০
C
৩৫০
D
৩৬
বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০ জন। এর মধ্যে ৩০০ জন সরাসরি নির্বাচিত এবং ৫০টি সংরক্ষিত আসন মহিলাদের জন্য বরাদ্দ।
0
Updated: 1 month ago
সংসদ অধিবেশন কে আহ্বান করেন?
Created: 4 days ago
A
স্পিকার
B
বিরোধী দলীয় নেত্রী
C
রাষ্ট্রপতি
D
প্রধানমন্ত্রী
লাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও ভঙ্গ করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত, যা সংবিধানের অনুচ্ছেদ ৭২-এ বর্ণিত। রাষ্ট্রপতি সংসদের কার্যক্রম শুরু করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে অধিবেশন আহ্বান করেন এবং প্রয়োজনবোধে তা স্থগিত বা বিলুপ্ত করতে পারেন।
-
স্পিকার জাতীয় সংসদের সভাপতি হিসেবে অধিবেশন পরিচালনা করেন এবং সংসদের শৃঙ্খলা ও কার্যপ্রণালী বজায় রাখেন।
-
প্রধানমন্ত্রী হচ্ছেন জাতীয় সংসদের নেতা, যিনি সরকার প্রধানের দায়িত্ব পালন করেন।
-
বিরোধী দলীয় নেতা সংসদে বিরোধী দলের প্রতিনিধি হিসেবে সরকারের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করেন।
0
Updated: 4 days ago