A
বাবুয়ানা
B
চিকামারা
C
দৌহিত্র
D
মহাযাত্রা
উত্তরের বিবরণ
'পানি' শব্দের সমার্থক শব্দ
পানি শব্দটির একাধিক সমার্থক (অর্থে মিল আছে এমন) শব্দ আছে। যেমন: জল, নীর, উদক, সলিল, অপ, প্রাণদ, তোয়, জীবন ইত্যাদি।
ব্যাখ্যাঃ
‘পানি’ শব্দের মতো অর্থ বোঝাতে বাংলা ভাষায় আরও কিছু শব্দ ব্যবহার করা হয়। এই শব্দগুলো হচ্ছে—জল, নীর, উদক, সলিল, অপ, তোয়, প্রাণদ ও জীবন। এসব শব্দকেই সমার্থক শব্দ বলা হয়, কারণ এগুলোর মানে মূলত একই—সবই পানিকেই বোঝায়।
উৎস:বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ)

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
Created: 2 weeks ago
A
পঙ্কজ
B
তৈল
C
মধুর
D
নবাবী
যোগরূঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন- জলধি: ‘জল ধারণ করে এমন’ অর্থ পরিত্যাগ করে একমাত্র ‘সমুদ্র’ অর্থেই ব্যবহৃত হয়। মহাযাত্রা: ‘মহাসমারোহে যাত্রা’ অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ ‘মৃত্যু’। রাজপুত: ‘রাজার পুত্র’ অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে ‘জাতি বিশেষ’।
পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু ‘পঙ্কজ’ শব্দটি একমাত্র ‘পদ্মফুল’ অর্থেই ব্যবহৃত হয়। অন্যদিকে, তৈল =রূঢ়ি শব্দের উদাহরণ। মধুর এবং নবাবী = যৌগিক শব্দের উদাহরণ।

0
Updated: 2 weeks ago
৩২) যোগরূঢ় শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
বাবুয়ানা
B
চিকামারা
C
দৌহিত্র
D
মহাযাত্রা
যোগরূঢ় এবং যৌগিক শব্দ
১. যোগরূঢ় শব্দ
সংজ্ঞা:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশেষ অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলা হয়।
উদাহরণ:
-
মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে, একমাত্র মৃত্যু অর্থে ব্যবহৃত।
-
জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র সমুদ্র অর্থে ব্যবহৃত।
-
রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে, যোগরূঢ় শব্দ হিসেবে জাতি বিশেষ অর্থে ব্যবহৃত।
-
পঙ্কজ: পঙ্কে জন্মে এমন উদ্ভিদ অনেক, কিন্তু 'পঙ্কজ' একমাত্র পদ্মফুল অর্থে ব্যবহৃত।
২. যৌগিক শব্দ
সংজ্ঞা:
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে।
উদাহরণ:
-
গায়ক = গৈ + ণক → অর্থ: গান করে যে
-
কর্তব্য = কৃ + তব্য → অর্থ: যা করা উচিত
-
বাবুয়ানা = বাবু + আনা → অর্থ: বাবুর ভাব
-
মধুর = মধু + র → অর্থ: মধুর মতো মিষ্টি গুণযুক্ত
-
দৌহিত্র = দুহিতা + ষ্ণ্য → অর্থ: কন্যার পুত্র, নাতি
-
চিকামারা = চিকা + মারা → অর্থ: দেওয়ালের লিখন
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 2 weeks ago
যোগরূঢ় শব্দ কোনটি?
Created: 1 month ago
A
বাঁশি
B
তৈল
C
পঙ্কজ
D
চিকামারা
সমাসনিম্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণকরে, তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন - পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলধি ইত্যাদি।

0
Updated: 1 month ago