A
পর্বত
B
পানি
C
মেঘ
D
হাতি
উত্তরের বিবরণ
'পানি' শব্দের সমার্থক শব্দ
পানি শব্দটির একাধিক সমার্থক (অর্থে মিল আছে এমন) শব্দ আছে। যেমন: জল, নীর, উদক, সলিল, অপ, প্রাণদ, তোয়, জীবন ইত্যাদি।
ব্যাখ্যাঃ
‘পানি’ শব্দের মতো অর্থ বোঝাতে বাংলা ভাষায় আরও কিছু শব্দ ব্যবহার করা হয়। এই শব্দগুলো হচ্ছে—জল, নীর, উদক, সলিল, অপ, তোয়, প্রাণদ ও জীবন। এসব শব্দকেই সমার্থক শব্দ বলা হয়, কারণ এগুলোর মানে মূলত একই—সবই পানিকেই বোঝায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ)

0
Updated: 3 weeks ago
'বন' শব্দের সমার্থক শব্দ -
Created: 3 days ago
A
শিখরী
B
মহীরুহ
C
উৎপল
D
কান্তার
সমার্থক শব্দ (Synonyms)
-
‘বন’ এর সমার্থক শব্দ:
অরণ্য, জঙ্গল, কানন, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী -
‘পদ্ম’ এর সমার্থক শব্দ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ -
‘বৃক্ষ’ এর সমার্থক শব্দ:
গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 3 days ago
‘জায়া’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অর্ধাঙ্গিনী
B
কন্যা
C
নন্দিনী
D
ভাগনী
‘জায়া’ শব্দের সমার্থক শব্দ - স্ত্রী, সহধর্মিণী, ভগ্নী, বা কান্তা।

0
Updated: 1 month ago
‘অগ্নি’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 2 weeks ago
A
হুতাশন
B
কৃশানু
C
বায়ুসখা
D
দ্যুতি
অগ্নি এর সমার্থক শব্দ নয় দ্যুতি। দ্যুতি শব্দের সমার্থক দীপ্তি, প্রভা, ঔজ্জল্য, কিরণ, শোভা ইত্যাদি ।

0
Updated: 2 weeks ago