‘চিনির পুতুল’ এর অর্থ কি?
A
পরিশ্রম কাতর
B
পরিশ্রমী
C
কর্মবিমুখ
D
দক্ষ কর্মী
উত্তরের বিবরণ
চিনির পুতুল (যে অল্প পরিশ্রমেই ভেঙে পড়ে) - চিনির পুতুল হলে জীবনে ব্যর্থতা আসবে; তাই মনকে শক্ত করে কাজ করে যাও।
চিনির বলদ (ভারবাহী কিন্তু ফলভোগী নয়) - রহিম মিয়া একটা চিনির বলদ, সারা বছর চৌধুরী সাহেবের কাজ করে গেল, কিন্তু কিছুই পেল না।
0
Updated: 8 hours ago
‘Autonomous’ শব্দের অর্থ –
Created: 2 months ago
A
স্বাক্ষর
B
স্বায়ত্তশাসিত
C
সত্যায়িত
D
সংশোধিত
'Autonomous' শব্দের অর্থ 'স্বায়ত্তশাসিত' । স্বাক্ষর অর্থ দস্তখত। সত্যায়িত অর্থ সত্য বলে প্রমাণ করা । সংশোধিত অর্থ সংশোধন করা হয়েছে এমন।
0
Updated: 2 months ago
‘এত অল্প টাকায় মাস চলবে না’- এখানে ‘চলা’ কোন অর্থ প্রকাশ করে?
Created: 1 week ago
A
সময় দেয়া
B
প্রচলিত হওয়া
C
অবলম্বন করা
D
সংকুলান হওয়া
‘এত অল্প টাকায় মাস চলবে না’—এখানে ‘চলা’ শব্দটি সংকুলান হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ বাক্যটি দিয়ে বোঝানো হয়েছে যে এই পরিমাণ টাকা দিয়ে মাসের খরচ মেটানো সম্ভব নয়।
-
‘চলা’ শব্দটি বহুমাত্রিক অর্থে ব্যবহৃত হয়, যেমন চলাফেরা করা, প্রচলিত হওয়া, বা জীবনধারণ করা।
-
এই বাক্যে এর অর্থ জীবনযাপন বা খরচ নির্বাহে পর্যাপ্ত হওয়া।
-
অর্থের প্রয়োগ অনুযায়ী এখানে ‘চলা’ মানে সংকুলান হওয়া বা মিলিয়ে চলা।
-
অর্থাৎ, টাকার পরিমাণ এত কম যে মাসিক প্রয়োজন পূরণ করা সম্ভব নয়।
-
তাই প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে ‘সংকুলান হওয়া’ সবচেয়ে উপযুক্ত অর্থ।
0
Updated: 1 week ago
শীকর শব্দের অর্থ-
Created: 2 months ago
A
গাছের মূল
B
মেনে নেয়া
C
জলকণা
D
রাজত্ব
'শীকর ' বিশেষ্য বাচক শব্দ। যার অর্থ বাতাসে ভাসমান জলকণা।
0
Updated: 2 months ago