'চপল' - এর বিপরীতার্থক শব্দ কী?
A
গম্ভীর
B
রাশভারী
C
ঠান্ডা
D
ক ও খ উভয়ই
উত্তরের বিবরণ
চপল (বিশেষণ) চঞ্চল, অস্থির।
রাশভারী (বিশেষণ) অত্যন্ত গম্ভীর ও ব্যক্তিত্বসম্পন্ন, গম্ভীরপ্রকৃতি।
গম্ভীর (বিশেষণ) মনমরা; নিরানন্দ।
অর্থাৎ চপলের বিপরীত শব্দ রাশভারী এবং গম্ভীর উভয়ই হয়।
0
Updated: 8 hours ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
ন্যুনতম
B
নূন্যতম
C
ন্যূনতম
D
নুন্যতম
বাংলা শব্দ “নূন্যতম” মানে “সর্বনিম্ন” বা “অল্পতম”।
-
এখানে মূল ধ্বনি হলো নূন (যার অর্থ “কম”)।
-
তাই বানান “নূন্যতম” হবে শুদ্ধ।
অন্যগুলো ভুল কারণ:
-
ন্যুনতম → অকারণ “ন্যু” ধ্বনি ব্যবহার করা হয়েছে।
-
ন্যূনতম → অকারণ “ন্যূ” ধ্বনি ভুল।
-
নুন্যতম → ভুল ধ্বনি ও স্বরবর্ণ ব্যবহৃত।
0
Updated: 2 months ago
শুদ্ধ বানান -
Created: 1 month ago
A
ভ্রাতুষ্পুত্র
B
ভ্রাতূস্পুত্র
C
ভ্রাতূষ্পুত্র
D
ভ্রাতুস্পুত্র
শুদ্ধ বানান হলো ভ্রাতুষ্পুত্র।
-
এটি একটি বিশেষ্য পদ।
-
শব্দটি সংস্কৃত মূলের।
-
অর্থ: ভাইয়ের ছেলে।
0
Updated: 1 month ago
কোন বানানটি সঠিক নয়?
Created: 1 month ago
A
ঘণ্টা
B
লুণ্ঠন
C
কণ্টক
D
অর্পন
‘অর্পন’ শব্দটি বানান অনুযায়ী অশুদ্ধ, এর শুদ্ধ বানান হলো অর্পণ।
ণ-ত্ব বিধান অনুযায়ী—
-
ট–বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য ‘ণ’ যুক্ত হয়।
যেমন—-
ঘণ্টা
-
লুণ্ঠন
-
কাণ্ড
-
কণ্টক
-
পাণ্ডব
-
কণ্ঠ
-
-
ঋ, র, ষ এর পরে যদি স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ং এবং ‘ক’ বা ‘প’ বর্গীয় ধ্বনি থাকে, তবে পরবর্তীতে ‘ন’ হয়ে যায় ‘ণ’।
যেমন—-
কৃপণ
-
হরিণ
-
অর্পণ
-
লক্ষণ
-
(উৎস:
0
Updated: 1 month ago