আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
A
৭৫তম
B
৮৫তম
C
৯০তম
D
১০৫তম
উত্তরের বিবরণ
বিশ্বের দেশগুলোর আয়তন তুলনা করলে বাংলাদেশ একটি মাঝারি আকারের দেশ হিসেবে বিবেচিত হয়। ভূখণ্ডের আকার অনুযায়ী দেশের অবস্থান নির্ধারণ করা হয় মোট স্থল ও জলভাগের সমন্বয়ে। এই বিবেচনায় বাংলাদেশ বিশ্বের ৯০তম বৃহত্তম দেশ হিসেবে স্বীকৃত। আয়তন অনুযায়ী এই অবস্থান দেশের ভৌগোলিক ছোটত্বকে নির্দেশ করে, যা জনসংখ্যার ঘনত্বের সাথে তুলনা করলে আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
• বাংলাদেশের মোট আয়তন প্রায় ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার, যা এশিয়ার ঘনবসতিপূর্ণ অঞ্চলে অবস্থিত একটি ডেল্টা জাতীয় ভূপ্রকৃতির দেশ।
• আয়তনের ভিত্তিতে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, কানাডা, চীন ও যুক্তরাষ্ট্র; এদের তুলনায় বাংলাদেশের আয়তন খুবই ছোট।
• বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নদী, সমভূমি ও বদ্বীপ এলাকা, যা সীমিত আয়তনের মধ্যেও দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে ঘনভাবে কেন্দ্রীভূত করেছে।
• আয়তনে ছোট হলেও কৃষি, জলসম্পদ ও জনসংখ্যা ঘনত্বের কারণে দেশটির ভূগোল বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।
• বিশ্বের ৯০তম অবস্থান প্রমাণ করে যে বাংলাদেশ আকারে ছোট হলেও জনসংখ্যায় ৮ম স্থানে থাকার কারণে বৈশ্বিক demography–তে অত্যন্ত প্রভাবশালী।
0
Updated: 8 hours ago
চলন বিল কোথায় অবস্থিত?
Created: 5 months ago
A
রাজশাহী জেলায়
B
রাজশাহী ও নওগাঁ জেলায়
C
পাবনা ও নাটোর জেলায়
D
নাটোর ও নওগাঁ জেলায়
চলনবিলের অবস্থান
চলনবিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল। এটি নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার বিস্তৃত অংশ জুড়ে অবস্থিত।
চলনবিল সম্পর্কে
চলনবিল হলো বাংলাদেশের সর্ববৃহৎ জলাভূমি, যা মূলত বর্ষাকাল ও বর্ষার পরবর্তী সময়ে দেখা যায়। এটি নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তৃত এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে। চলনবিলের সৃষ্টি ঘটে ব্রহ্মপুত্র নদ যখন তার প্রবাহপথ পরিবর্তন করে বর্তমান যমুনা নদীতে রূপান্তরিত হয়, তখনই এই বিশাল জলাভূমির জন্ম হয়।
প্রথম গঠিত হওয়ার সময় চলনবিলের আয়তন ছিল প্রায় ১,০৮৮ বর্গকিলোমিটার, যা বর্তমানে অনেক কমে এসেছে।
উৎস: নাটোর জেলা ওয়েবসাইট, বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago
বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
Created: 3 weeks ago
A
দক্ষিণ-পূর্ব এশিয়া
B
দক্ষিণ এশিয়া
C
মধ্য এশিয়া
D
দক্ষিণ-দক্ষিণ পূর্ব এশিয়া
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এর সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ার কেন্দ্রে, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
বাংলাদেশের পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ।
-
উত্তরে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্য।
-
পূর্ব সীমান্তে রয়েছে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য।
-
দক্ষিণ-পূর্বে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে আছে মায়ানমারের চিন ও রাখাইন রাজ্য।
-
দেশের দক্ষিণে বিস্তৃত বঙ্গোপসাগর, যা বাংলাদেশের সামুদ্রিক সীমান্ত নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
এই অবস্থান বাংলাদেশের জলবায়ু, সংস্কৃতি, বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় বিশেষ প্রভাব ফেলেছে।
0
Updated: 3 weeks ago
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫’ এ বাংলাদেশের অবস্থান কততম?
Created: 3 months ago
A
১২৯ তম
B
১৩০ তম
C
১৩১ তম
D
১৩২ তম
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫
-
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১৩০তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানব উন্নয়ন সূচক:
-
শ্রীলঙ্কা ৮৯তম
-
ভারত ১৩০তম
-
পাকিস্তান ১৬৮তম
-
নেপাল ১৪৫তম
-
ভূটান ১২৫তম
0
Updated: 3 months ago