স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-
A
কার
B
অণু
C
ফলা
D
রেফ
উত্তরের বিবরণ
কারবর্ণঃ স্বরবর্ণের ১০টি ছোট রূপ আছে, যেগুলোকে বলা হয় সংক্ষিপ্ত স্বর বা কারবর্ণ। এই কারবর্ণগুলো হলো—
া, ি, ী, ু, ূ, ৃ, ে, ৈ, ো, ৌ
কারবর্ণের বৈশিষ্ট্য
-
কারবর্ণ একা ব্যবহার হয় না।
-
এগুলো ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়— কখনো আগে, পরে, উপরে বা নিচে।
-
কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসন্তচিহ্ন না থাকলে, ধরে নেওয়া হয় সেখানে [অ] স্বর যুক্ত আছে।
অনুবর্ণঃ অনুবর্ণ হলো ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপ।
উদাহরণ:
-
ফলা
-
রেফ
-
বর্ণসংক্ষেপ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 2 months ago
সূর্য- এর প্রতিশব্দ নয় কোনটি?
Created: 3 weeks ago
A
আদিত্য
B
ভাস্কর
C
অরুণ
D
শশাঙ্ক
‘সূর্য’ শব্দের প্রতিশব্দের মধ্যে রয়েছে রবি, সবিতা, দিবাকর, আদিত্য এবং অন্যান্য সমার্থক শব্দ। এটি সূর্যের বিভিন্ন রূপ বা প্রসঙ্গে ব্যবহার করা যায়।
-
সূর্য = রবি, সবিতা, দিবাকর, আদিত্য, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি
অন্যান্য:
-
শশাঙ্ক = চাঁদ
উৎস:

0
Updated: 3 weeks ago
ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
Created: 1 month ago
A
আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
B
একদা ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
C
চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
D
প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে৷ ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমীও বলা হয়ে থাকে৷ যেমন - সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়, হাসিতে মুক্তা ঝরে, জলে কুমির, ডাঙায় বাঘ৷

0
Updated: 1 month ago
নিচের কোনটি স্বরসন্ধি সাধিত শব্দ?
Created: 1 month ago
A
পরিচ্ছেদ
B
প্রত্যেক
C
সম্মান
D
বাগ্দান
• স্বরসন্ধির উদাহরণ- প্রত্যেক।
- ‘প্রত্যেক’ শব্দের সন্ধি বিচ্ছেদ-: প্রতি+এক = প্রত্যেক [ই/ঈ + অন্য স্বর = য্ + স্বর। ]
উল্লেখ্য,
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
অন্যদিকে,
- পরি + ছেদ = পরিচ্ছেদ।
- বাক্ + দান = বাগ্দান।
- সম্ + মান = সম্মান।
- শব্দগুলো ব্যাঞ্জন সন্ধির উদাহরণ।

0
Updated: 1 month ago