A
কার
B
অণু
C
ফলা
D
রেফ
উত্তরের বিবরণ
কারবর্ণঃ স্বরবর্ণের ১০টি ছোট রূপ আছে, যেগুলোকে বলা হয় সংক্ষিপ্ত স্বর বা কারবর্ণ। এই কারবর্ণগুলো হলো—
া, ি, ী, ু, ূ, ৃ, ে, ৈ, ো, ৌ
কারবর্ণের বৈশিষ্ট্য
-
কারবর্ণ একা ব্যবহার হয় না।
-
এগুলো ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়— কখনো আগে, পরে, উপরে বা নিচে।
-
কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসন্তচিহ্ন না থাকলে, ধরে নেওয়া হয় সেখানে [অ] স্বর যুক্ত আছে।
অনুবর্ণঃ অনুবর্ণ হলো ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপ।
উদাহরণ:
-
ফলা
-
রেফ
-
বর্ণসংক্ষেপ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 3 weeks ago
কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
Created: 1 week ago
A
অনুলোম-প্রতিলোম
B
নশ্বর-শাশ্বত
C
গরিষ্ঠ-লঘিষ্ঠ
D
হৃষ্ট-পুষ্ট
বিপরীতার্থক শব্দ নয়- হৃষ্টপুষ্ট।
• হৃষ্টপুষ্ট (বিশেষণ পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- মোটা,
- স্থূলকায়।
অন্যদিকে,
• ‘গরিষ্ঠ’ এর বিপরীতার্থক শব্দ - লঘিষ্ঠ।
• অবিনশ্বর/শাশ্বত শব্দের বিপরীতার্থক শব্দ - নশ্বর।
• অনুলোম শব্দের বিপরীতার্থক শব্দ - প্রতিলোম।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 week ago
যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে?
Created: 9 hours ago
A
সমস্ত পদ
B
পূর্বপদ
C
উভয়পদ
D
সমস্যমান পদ
অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ।

0
Updated: 9 hours ago
'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 1 month ago
A
হিন্দি
B
উর্দু
C
পর্তুগিজ
D
গ্রিক
• পর্তুগিজ শব্দ- পেয়ারা।
• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আনারস, আতা, র্গীজা, পেঁপে, সাবান, চাবি, সালোয়ার, বালতি, গুদাম, পাউরুটি , পাদ্রি, বালতি, কামরা, বোতল জানালা, বোতাম, গামলা , সাবান, তোয়ালে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago