গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
A
মঙ্গোলিয়া
B
চীন
C
ভারত
D
কাজাখস্তান
উত্তরের বিবরণ
গোবি মরুভূমি বিশ্বের অন্যতম বৃহৎ শুষ্ক অঞ্চল, যা মূলত পূর্ব এশিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে অবস্থিত। এটি বিশেষভাবে পরিচিত এর ঠান্ডা মরুভূমি বৈশিষ্ট্যের জন্য, যেখানে শীতে তাপমাত্রা অত্যন্ত কমে যায়। প্রশ্নের সঠিক উত্তর চীন, কারণ মরুভূমিটির বড় অংশ চীনের ভেতরে পড়ে এবং দেশের জলবায়ু ও পরিবেশে এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
তালিকা আকারে প্রধান তথ্যগুলো:
• অবস্থান: গোবি মরুভূমির বৃহত্তম অংশ উত্তর ও উত্তর-পশ্চিম চীনের ভেতরে অবস্থিত।
• সীমান্ত বিস্তার: এর একটি অংশ দক্ষিণ মঙ্গোলিয়া পর্যন্ত বিস্তৃত হলেও প্রধান অংশ চীনের অধীনস্থ।
• ভৌগোলিক বৈশিষ্ট্য: এটি একটি ঠান্ডা মরুভূমি, যেখানে বালুর পাশাপাশি পাথুরে সমভূমি বেশি দেখা যায়।
• জলবায়ু: গ্রীষ্মে উষ্ণ এবং শীতে প্রচণ্ড ঠান্ডা; বৃষ্টিপাত অত্যন্ত কম।
• পরিবেশগত ভূমিকা: মরুভূমির ধুলিকণা প্রায়ই চীনের বিভিন্ন অঞ্চলে ধুলিঝড় সৃষ্টি করে।
• গুরুত্ব: চীনের অভ্যন্তরীণ পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থায় এর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।
0
Updated: 8 hours ago
Drone কি?
Created: 2 weeks ago
A
যাত্রীবাহী দ্রুতগামী বিমান
B
যাত্রীবিহীন বিমান
C
চালকসহ বিমান
D
চালকবিহীন বিমান
ড্রোন হলো এক ধরনের চালকবিহীন উড়োজাহাজ, যা রিমোট কন্ট্রোল বা স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। এটি মানুষবিহীন হওয়ায় সাধারণ বিমানের মতো চালকের প্রয়োজন হয় না। ড্রোন সামরিক, কৃষি, চলচ্চিত্র নির্মাণ, উদ্ধার অভিযান ও পণ্য পরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে প্রযুক্তিগত উন্নতির ফলে ড্রোন পৃথিবীর প্রায় সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
0
Updated: 2 weeks ago
2010 সালে চিলির খনিতে আটকাপড়া শ্রমিকরা কতদিন পর উদ্ধার পায়?
Created: 3 weeks ago
A
৬৯ দিন
B
৫৯ দিন
C
৬৬ দিন
D
৬৮ দিন
(প্রশ্নটি বর্তমান প্রেক্ষাপটে আর প্রাসঙ্গিক নয়) চিলি বিশ্বের সর্বাপেক্ষা সরু দেশ (রাজধানী সান্টিয়াগো)। পৃথিবীর সর্বদক্ষিণের নগরী চিলির পুয়ার্তো উইলিয়াম। চিলির রাজধানী- সান্টিয়াগো।
0
Updated: 3 weeks ago
মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির ওপর
Created: 3 weeks ago
A
থায়ামিন
B
টায়ালিন
C
মেলানিন
D
নিয়াসিন
মানুষের ত্বকের রং নির্ভর করে মেলানিন নামক রঞ্জক পদার্থের ওপর। মেলানিন যত বেশি, ত্বক তত গাঢ় রঙের হয়; আবার কম হলে ত্বক হয় ফর্সা।
0
Updated: 3 weeks ago