বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
A
পৃথিবীর কেন্দ্রে
B
বিষুব অঞ্চলে
C
মেরু অঞ্চলে
D
পাহাড়ের ওপর
উত্তরের বিবরণ
স্তুর ওজন নির্ণয়ের সূত্র W = mg, যেখানে m হলো ভর এবং g হলো অভিকর্ষজ ত্বরণ। পৃথিবী সম্পূর্ণ গোল নয়, বরং সামান্য চ্যাপ্টা গোলাকৃতি (Oblate Spheroid), যার কারণে বিভিন্ন স্থানে g–এর মান সমান থাকে না।
• পৃথিবীর মেরু অপেক্ষাকৃত কেন্দ্রের কাছাকাছি, ফলে সেখানে মহাকর্ষ বেশি কাজ করে এবং g-এর মান বেশি হয়।
• নিরক্ষরেখায় পৃথিবীর ব্যাস তুলনামূলক বড় এবং ঘূর্ণনের কারণে কেন্দ্রাতিগ বল বেশি থাকে, ফলে সেখানে g-এর মান কম।
• যেহেতু ওজন g-এর উপর নির্ভর করে, তাই মেরু অঞ্চলে ওজন সর্বাধিক এবং নিরক্ষরেখায় ওজন সর্বনিম্ন হয়।
• তবে ভর অপরিবর্তিত থাকে, পরিবর্তিত হয় শুধুমাত্র ওজন।
0
Updated: 9 hours ago
একজন ব্যক্তির ওজন ৬০ কেজি এবং উচ্চতা ১.৬ মিটার। তার BMI কত?
Created: 2 months ago
A
২১.৩
B
২২.৭
C
২৩.৫
D
২৪.২
BMI (Body Mass Index)
-
সংজ্ঞা: BMI হলো শরীরের ওজন এবং উচ্চতার অনুপাতে মানুষের শরীরের চর্বির পরিমাণের ধারণা প্রদানের একটি সূচক।
-
ব্যাখ্যা:
-
বেশি BMI মানে সাধারণত শরীরে চর্বি বেশি।
-
কম BMI মানে শরীরে প্রয়োজনীয় চর্বি কম বা স্বল্প।
-
BMI হিসাবের সূত্র:
উদাহরণ হিসাব:
-
ওজন = ৬০ কেজি
-
উচ্চতা = ১.৬ মিটার
-
এই হিসাব অনুযায়ী ব্যক্তির BMI ২৩.৪৪, যা সাধারণত স্বাস্থ্যকর সীমার মধ্যে পড়ে।
0
Updated: 2 months ago