উচ্চারণস্থান অনুসারে 'র, ল, স' কোন ধরনের ধ্বনি?
A
দন্তমূলীয় ধ্বনি
B
জিহ্বামূলীয় ধ্বনি
C
তালব্য ধ্বনি
D
মূর্ধন্য ধ্বনি
উত্তরের বিবরণ
যেসব ধ্বনি উচ্চারণ করতে হলে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার (দন্তমূলের) সঙ্গে লাগে, সেগুলোকে দন্তমূলীয় ধ্বনি বলে।
উদাহরণ: ন, র, ল, স
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)

0
Updated: 2 months ago
বাংলা ভাষায় কতটি মৌলিক ধ্বনি রয়েছে?
Created: 2 days ago
A
৩৯টি
B
৩৫টি
C
৩২টি
D
৩৭টি
ধ্বনি হলো ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক, যা অর্থ প্রকাশ না করলেও শব্দ গঠনে অপরিহার্য ভূমিকা রাখে। বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়—
১. মৌলিক স্বরধ্বনি
২. মৌলিক ব্যঞ্জনধ্বনি
মৌলিক স্বরধ্বনি (৭টি): [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
মৌলিক ব্যঞ্জনধ্বনি (৩০টি): [প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ], [স্], [শ], [হ্], [ল], [র], [ড়], [ঢ়]
এখানে তৃতীয় বন্ধনীর মধ্যে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।

0
Updated: 2 days ago
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
Created: 1 month ago
A
শব্দ
B
ধ্বনি
C
বাক্য
D
অক্ষর
• ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি।
উল্লেখ্য,
- বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম - শব্দ।
- ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
- বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।

0
Updated: 1 month ago
ভাষার ক্ষুদ্রতম একক কী?
Created: 1 month ago
A
শব্দ
B
বর্ণ
C
ধ্বনি
D
অক্ষর
ভাষা ও তার উপাদান
-
সংজ্ঞা: বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
-
ভাষার ক্ষুদ্রতম একক: ধ্বনি
-
ধ্বনি ভাষার মূল উপাদান।
-
ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়।
-
-
ধ্বনির লিখিত রূপ: বর্ণ
-
ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
-
-
ভাষার মৌলিক উপাদান: শব্দ
-
শব্দের ক্ষুদ্রতম অংশ: অক্ষর
-
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ

0
Updated: 1 month ago