কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
A
দুর্নীতি দমন কমিশন
B
জাতীয় মানবাধিকার কমিশন
C
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
D
জাতীয় তথ্য কমিশন
উত্তরের বিবরণ
বাংলাদেশের শাসন কাঠামোয় কিছু প্রতিষ্ঠান সরাসরি সংবিধানে উল্লেখিত হওয়ায় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়, আর অন্যান্য প্রতিষ্ঠান আইন বা অধ্যাদেশের মাধ্যমে গঠিত হওয়ায় সেগুলো আইনি বা স্ট্যাটুটরি বডি নামে পরিচিত। সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলি সংবিধানেই নির্ধারিত থাকে, তাই এগুলোর অবস্থান ও বৈধতা অধিক শক্তিশালী।
• নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, নিয়োগ ও নিরীক্ষা সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান সংবিধানে উল্লেখিত
• সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতা পরিবর্তন করতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন
• আইনি বা স্ট্যাটুটরি প্রতিষ্ঠান সংসদে আইন পাসের মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিবর্তিত হতে পারে
• সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য, জবাবদিহিতা ও গণতান্ত্রিক কাঠামো রক্ষা করে
• সাংবিধানিক ও আইনি প্রতিষ্ঠানের পার্থক্য শাসন ব্যবস্থার শ্রেণিবিন্যাস বোঝায় সহায়ক
0
Updated: 9 hours ago
ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত-
Created: 6 months ago
A
রিয়াদ
B
জেদ্দা
C
দামেস্ক
D
মক্কা
• ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত — জেদ্দা।
• OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা — OIC.
- OIC এর পূর্ণরুপ হচ্ছে — The Organisation of Islamic Cooperation
- এটি হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট
- প্রতিষ্ঠা লাভ করে — ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ (মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়)।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা — ৫৭টি।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের — জেদ্দায় অবস্থিত।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ — গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের — আলবেনিয়া OIC সদস্য।
• আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত — OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে এবং এই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করে।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় — তিন বছর পর পর।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় — রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।
তথ্যসূত্র: OIC ওয়েবসাইট।
0
Updated: 6 months ago
বিকেএসপি হলো-
Created: 6 months ago
A
একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
B
একটি সংবাদ সংস্থার নাম
C
একটি কিশোর ফুটবল টিমের নাম
D
একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
বিকেএসপি:
- দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেখানে খেলাধুলার সাথে সাধারণ শিক্ষার সমন্বিত কার্যক্রম রয়েছে।
- বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম চালু হয় ১৯৮৬ সালে।
- বাংলাদেশ সরকার ১৯৭৪ সালে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রকল্প আকারে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস (বিআইএস) প্রতিষ্ঠার পরিকল্পনা করে।
- ১৯৭৬ সালে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
- ১৯৮৩ সালে এক অধ্যাদেশের মাধ্যমে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) রাখা হয়।
- সাভারের জিরানীতে ১১৯ একর জমির উপর প্রতিষ্ঠানটি অবস্থিত।
- বিকেএসপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানের ৪টি শাখা রয়েছে।প্রশাসনিক, প্রশিক্ষণ, ক্রীড়া বিজ্ঞান এবং একাডেমিক।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
0
Updated: 6 months ago