বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
A
৩৪৫
B
৩৫০
C
৩৫৫
D
৩০০
উত্তরের বিবরণ
বাংলাদেশ জাতীয় সংসদে ৩০০টি সাধারণ আসন নির্ধারিত থাকে, যেখানে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পাশাপাশি ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে, যা সংসদে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংবিধান অনুযায়ী বরাদ্দ করা হয়েছে। তাই মোট সদস্য সংখ্যা দাঁড়ায় ৩৫০ জন।
• সাধারণ আসনগুলো জনগণের ভোটে নির্বাচিত হয়
• সংরক্ষিত নারী আসনগুলো সংসদে নির্বাচিত সদস্যদের ভোটের ভিত্তিতে মনোনীত হয়
• নারী আসন ব্যবস্থা নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
• সংবিধানের সংশোধনের মাধ্যমে সময়ের সাথে আসনের সংখ্যা পরিবর্তিত হয়েছে
• বর্তমান কাঠামো সংসদের প্রতিনিধিত্বমূলক ও ভারসাম্যপূর্ণ গঠন বজায় রাখতে সহায়তা করে
0
Updated: 9 hours ago
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের মেয়াদকাল ছিল-
Created: 1 month ago
A
৩ বছর
B
৩.৫ বছর
C
৪.৫ বছর
D
২.৫ বছর
বাংলাদেশের জাতীয় সংসদ সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। বাংলাদেশের জাতীয় সংসদ বিভিন্ন মেয়াদের মাধ্যমে কার্যকর হয়েছে এবং প্রতিটি মেয়াদে তার সময়কাল ভিন্ন ছিল।
-
প্রথম সংসদ: মেয়াদকাল ২.৫ বছর, কার্যকর ৭ এপ্রিল ১৯৭৩ থেকে ৬ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত
-
দ্বিতীয় সংসদ: মেয়াদকাল ২ বছর ১১ মাস, কার্যকর ২ এপ্রিল ১৯৭৯ থেকে ২৪ মার্চ ১৯৮২ পর্যন্ত
-
তৃতীয় সংসদ: মেয়াদকাল ১ বছর ৫ মাস, কার্যকর ১০ জুলাই ১৯৮৬ থেকে ৬ ডিসেম্বর ১৯৮৭ পর্যন্ত
-
চতুর্থ সংসদ: মেয়াদকাল ২ বছর ৭ মাস, কার্যকর ১৫ এপ্রিল ১৯৮৮ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ পর্যন্ত
-
পঞ্চম সংসদ: মেয়াদকাল ৪ বছর ৮ মাস, কার্যকর ৫ এপ্রিল ১৯৯১ থেকে ২৪ নভেম্বর ১৯৯৫ পর্যন্ত
0
Updated: 1 month ago
বাংলাদেশের আইন প্রণয়ন ক্ষমতা কার উপর ন্যস্ত?
Created: 1 month ago
A
মন্ত্রিসভা
B
জাতীয় সংসদ
C
সুপ্রিম কোর্ট
D
রাষ্ট্রপতি
• জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি:
-
বাংলাদেশের আইন প্রণয়নের সর্বোচ্চ ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত।
-
সংসদ যেকোনো নতুন আইন প্রণয়ন, প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে সক্ষম।
-
নতুন আইন প্রণয়নের প্রক্রিয়া:
১. খসড়া বিল আকারে সংসদে পেশ করা হয়।
২. সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে বিলটি গৃহীত হলে।
৩. বিধি অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতি লাভের পর বিলটি আইনে পরিণত হয়।
0
Updated: 1 month ago
জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
Created: 3 days ago
A
মাজহারুল হক
B
লুই আইক্যান
C
এফ. আর খান
D
নভেরা আহম্মদ
বাংলাদেশের আইন প্রণয়নের দায়িত্বে থাকা জাতীয় প্রতিষ্ঠান হলো জাতীয় সংসদ, যা রাষ্ট্রীয়ভাবে House of the Nation নামে পরিচিত। জাতীয় সংসদ ভবনটি রাজধানী ঢাকার শেরে বাংলানগরে অবস্থিত এবং এটি স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন হিসেবে বিশ্বে পরিচিত। ভবনটির নকশা করেছিলেন এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন স্থপতি লুই আই কান। ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৯৮২ সালে।
-
জাতীয় সংসদ ভবনটি ৯ তলা বিশিষ্ট
-
পুরো কমপ্লেক্সটি প্রায় ২১৫ একর জমির উপর নির্মিত
-
স্থাপত্যে জ্যামিতিক বৃত্ত, আয়তক্ষেত্র, ত্রিভুজ ও আলো-বাতাস ব্যবহার বিশেষ বৈশিষ্ট্য
-
এটি বিশ্বের অন্যতম বৃহৎ সংসদ ভবন স্থাপত্য হিসেবে স্বীকৃত
0
Updated: 3 days ago