'পবন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
A
সূর্য
B
আগুন
C
বাতাস
D
বিদ্যু
উত্তরের বিবরণ
‘বাতাস’ শব্দের সমার্থক শব্দগুলো হলো
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।
এসব শব্দ একই অর্থ প্রকাশ করে – বাতাস বা বায়ু।
‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ
আগুন, পাবক, বৈশ্বানর, সর্বশুচি, হুতাশন, বহ্নি, অনল ইত্যাদি।
সবগুলোর অর্থই আগুন বা জ্বালানি শক্তির প্রতীক।
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা – এই শব্দগুলো বিদ্যুতের ঝলক বা চমক বোঝাতে ব্যবহৃত হয়।
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ:
রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ ইত্যাদি।
এসব শব্দ সূর্য বা দিনের আলোর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

0
Updated: 2 months ago
'সূর্য'-এর প্রতিশব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
শশাঙ্ক
B
অর্ণব
C
আদিত্য
D
সিন্ধু
'সূর্য' এর প্রতিশব্দ হলো 'আদিত্য'।
'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
-
রবি
-
সবিতা
-
দিবাকর
-
দিনমনি
-
দিননাথ
-
দিবাবসু
-
অর্ক
-
ভানু
-
তপন
-
ভাস্কর
-
মার্তণ্ড
-
অংশু
-
প্রভাকর
-
কিরণমালী
-
অরুণ
-
মিহির
-
দিনপতি
অন্যদিকে:
-
'চাঁদ' এর প্রতিশব্দ — সুধাংশু, শশাঙ্ক, বিধু
-
'সমুদ্র' এর প্রতিশব্দ — বরুণ, পাথার, অর্ণব, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর

0
Updated: 3 weeks ago
‘সূর্য’- এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
সুধাংশু
B
শশাঙ্ক
C
বিধু
D
আদিত্য
সূর্য এর প্রতিশব্দ হলো - আদিত্য। শশাঙ্ক, বিধু, সুধাংশু হলো চাঁদ শব্দের প্রতিশব্দ।

0
Updated: 1 month ago
‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
সোম
B
ভূষণ
C
নকশা
D
ভবঃ
“চন্দ্র” শব্দের সমার্থক শব্দসমূহঃ
-
শশী
-
শশধর
-
শশাঙ্ক
-
সুধাকর
-
বিধু
-
সোম
-
চাঁদ
-
চন্দ্রমা
-
নিশাপতি
-
নিশাকর
-
সুধানিধি
-
দ্বিজরাজ
-
হিমাংশু
-
শীতাংশু
-
সুধাংশু
-
ইন্দু
-
মৃগাঙ্ক
-
নিশানাথ
-
রজনীকান্ত
-
তারাপতি
-
তারানাথ
-
জ্যোৎস্নানাথ
-
রাকেশ
-
সুধাময়

0
Updated: 3 weeks ago