প্লাটিনাম ও ইরিডিয়ামের এক খণ্ড রড- এক মিটারের ঐতিহাসিক মানদণ্ড সংরক্ষিত আছে-
A
শিকাগো আর্ট মিউজিয়াম
B
প্যারিস মিউজিয়াম
C
ব্রিটিশ মিউজিয়াম
D
কায়রো মিউজিয়াম
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক প্রোটোটাইপ মিটার ছিল প্লাটিনাম-ইরিডিয়ামের তৈরি একটি বারের মানদণ্ড, যা BIPM (International Bureau of Weights and Measures), Sèvres, France-এ সংরক্ষিত। এটি দীর্ঘদিন ধরে বিশ্বের দৈর্ঘ্য পরিমাপের মূল মান হিসেবে ব্যবহৃত হয়েছিল। তবে বর্তমানে মিটারের মান পদার্থবিজ্ঞানের নির্ভুল ধ্রুবক অর্থাৎ আলোের বেগের ভিত্তিতে সংজ্ঞায়িত, ফলে বারটি এখন শুধুমাত্র ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিবেচিত হয়।
• BIPM হলো আন্তর্জাতিক মান নির্ধারণ ও সংরক্ষণকারী সংস্থা
• প্রোটোটাইপ মিটারটি ১৯তম শতকে বৈজ্ঞানিক পরিমাপ মান統হও করতে তৈরি করা হয়
• আধুনিক সংজ্ঞায় মিটার = শূন্যস্থানে আলো এক সেকেন্ডের ১/২৯৯,৭৯২,৪৫৮ অংশ সময় ভ্রমণকৃত দূরত্ব
• অপশনে যদিও "Paris Museum" দেওয়া থাকলে তা ভৌগোলিকভাবে নিকটতর, তবে সঠিক প্রতিষ্ঠানটি মিউজিয়াম নয়
0
Updated: 10 hours ago
OIC এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Created: 1 week ago
A
তেহরান
B
কায়রো
C
রিয়াদ
D
জেদ্দা
OIC (Organization of Islamic Cooperation) বা ইসলামী সহযোগিতা সংস্থা হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংগঠন, যার সদস্য রাষ্ট্রের সংখ্যা বর্তমানে ৫৭টি। এই সংস্থা মুসলিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ঐক্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করে। এর প্রধান কার্যালয় সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত। যদিও সংস্থার সনদ অনুযায়ী এর স্থায়ী সদর দপ্তর জেরুজালেমে নির্ধারিত, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন পর্যন্ত সদর দপ্তর জেদ্দাতেই কার্যক্রম পরিচালনা করছে।
0
Updated: 1 week ago
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
Created: 1 month ago
A
১৫ সেপ্টেম্বর
B
২৫ এপ্রিল
C
২২ মে
D
১৫ নভেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় প্রতি বছর ১৫ সেপ্টেম্বর।
-
এই দিবসের ঘোষণা জাতিসংঘ ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর দেয়।
-
এরপর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
জাতিসংঘের অন্যান্য গুরুত্বপূর্ণ নির্ধারিত দিবস:
-
২১ মার্চ: আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
-
২৫ এপ্রিল: বিশ্ব ম্যালেরিয়া দিবস
-
২২ মে: বিশ্ব জীববৈচিত্র্য দিবস
উৎস:
0
Updated: 1 month ago
অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ কোন দুই দেশের যৌথ মহড়া? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
বাংলাদেশ ও ভারত
B
বাংলাদেশ ও চীন
C
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
D
বাংলাদেশ ও পাকিস্তান
অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩ হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া, যা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ থেকে শুরু হয়েছে।
-
মহড়া ৭ দিনব্যাপী চলবে এবং এটি সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায়, বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত।
-
মহড়ায় অংশগ্রহণ করছে:
-
বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান এবং একটি এমআই-১৭ হেলিকপ্টার
-
যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০জে পরিবহন বিমান
-
-
অংশগ্রহণকারী সদস্য সংখ্যা: বাংলাদেশ বিমান বাহিনী ১৫০ জন, যুক্তরাষ্ট্র ৯২ জন।
-
এছাড়াও মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
0
Updated: 1 month ago