Who is the current Secretary General of the South Asian Association for Regional Cooperation (SAARC)?
A
Amjad Hussain B Sial
B
Arjun Bahadur Thapa
C
Shiva Pread Koliraj
D
Ahmed Saleem
উত্তরের বিবরণ
Pakistan's Diplomat Amjad Hussain B. Sial is the current Secretary-General, having assumed charge on 1 March 2017.
তার দায়িত্ব এবং কার্যক্রম হলো:
-
সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।
-
রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয় সমন্বয় করা।
-
বৈঠক ও প্রকল্প বাস্তবায়ন সুষ্ঠুভাবে পরিচালনা করা।
-
সদস্য দেশগুলোর মধ্যে সংঘর্ষ হ্রাস এবং স্থিতিশীলতা নিশ্চিত করা।
-
সংস্থার নীতিমালা ও কার্যক্রমের দিশা নির্ধারণ করা।
-
আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের সমন্বয় করা।
-
SAARC-এর দীর্ঘমেয়াদী লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়ন করা।
0
Updated: 13 hours ago
সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে সরকার বিরোধী 'জেন-জি আন্দোলন' হয়েছে?
Created: 1 month ago
A
ভারত
B
ভুটান
C
মিয়ানমার
D
নেপাল
জেন-জি আন্দোলন দক্ষিণ এশিয়ার নেপালে সরকারের নীতিবিরোধী চেতনায় উদ্ভূত একটি প্রতিবাদমূলক আন্দোলন। এটি মূলত দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয়েছিল।
-
নেপালে দুর্নীতির বিরুদ্ধে এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে জেন-জি আন্দোলন শুরু হয়।
-
আন্দোলনের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ঘটে, এতে ১৯ জন নিহত এবং ১০০ এর বেশি আহত হন।
-
১৯ জনের প্রাণহানির পর প্রধানমন্ত্রী পদত্যাগ করেন।
-
ওই প্রধানমন্ত্রী ৩ বার দায়িত্ব পালন করেছিলেন।
0
Updated: 1 month ago