Where is the headquarters of the Islamic Development Bank located?
A
Medina
B
Jeddah
C
Istanbul
D
Islamabad
উত্তরের বিবরণ
ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB- Islamic Development Bank) একটি বহুমুখী উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান যা সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। এটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
0
Updated: 13 hours ago
কয়টি সংস্থা নিয়ে বিশ্বব্যাংক গঠিত হয়েছে?
Created: 1 month ago
A
৬টি
B
৫টি
C
৪টি
D
৩টি
বিশ্বব্যাংক হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসে কাজ করে। এটি ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটনউডসে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালের জুনে কার্যক্রম শুরু করে।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৪৪
-
কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬
-
সদস্য দেশ: ১৮৯টি (আগস্ট, ২০২৫)
-
সর্বশেষ সংযুক্ত সদস্য: নাউরু (আগস্ট, ২০২৫)
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র
-
বিশ্বব্যাংক গ্রুপের সংস্থা:
-
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD)
-
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA)
-
আন্তর্জাতিক অর্থ কর্পোরেশন (IFC)
-
বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি এজেন্সি (MIGA)
-
আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র (ICSID)
-
0
Updated: 1 month ago
বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
প্যারিস
B
ওয়াশিংটন ডিসি
C
লন্ডন
D
নিউ ইয়র্ক
বিশ্বব্যাংক সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলো।
বিশ্বব্যাংক ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে প্রতিষ্ঠিত হয়েছিল।
এর কার্যক্রম জুন, ১৯৪৬ সাল থেকে শুরু হয়।
আগস্ট ২০২৫ পর্যন্ত এর সদস্য সংখ্যা ১৮৯টি।
সর্বশেষ সংযুক্ত সদস্য হলো নাউরু, যা আগস্ট ২০২৫ সালে যোগদান করেছে।
বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্রে অবস্থিত।
বিশ্বব্যাংকের প্রধান কাজ হলো উন্নয়নশীল দেশগুলিতে রাস্তাঘাট, জলবিদ্যুৎ বাঁধ, জল ও পয়ঃনিষ্কাশন সুবিধা, সামুদ্রিক বন্দর এবং বিমানবন্দর সহ অবকাঠামোগত প্রকল্পগুলিতে বিনিয়োগের অর্থায়ন করা।
0
Updated: 1 month ago
World Economic Foundation
Created: 2 months ago
A
UNDP
B
World Bank
C
UNCTAD
D
World Economic Foundation
বিশ্বব্যাংক (World Bank) – সংক্ষিপ্ত নোট
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬
-
বর্তমান সদস্যদেশ: ১৮৯টি
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ
উদ্দেশ্য
-
মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা সেবা প্রদান।
-
দারিদ্র্য হ্রাস ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা।
ঋণ সম্পর্কিত তথ্য
-
প্রথম ঋণগ্রহীতা দেশ: ফ্রান্স (১৯৪৭ সালে ঋণ গ্রহণ)
-
সবচেয়ে বেশি ঋণগ্রহীতা দেশ: ভারত
উল্লেখযোগ্য প্রকাশনা
-
“Piecing Together the Poverty Puzzle” – বিশ্বব্যাংকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন।
-
এতে বৈশ্বিক দারিদ্র্যের বহুমাত্রিক দিক, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিশ্লেষণ করা হয়েছে।
-
উৎস: World Bank ওয়েবসাইট
0
Updated: 2 months ago