Which of the following is a coal fired power station in Bangladesh?
A
Ashugang
B
Barapukuria
C
Ghorashal
D
Siddhirgang
উত্তরের বিবরণ
Barapukuria Power Station is located near Durgapur, Dinajpur, Bangladesh. It consists of two 125 megawatt units and one 275 MW unit. This coal-fired power station was commissioned in 2006, and is operated by the Bangladesh Power Development Board.
0
Updated: 13 hours ago
Which article of the constitution Bangladesh establishes the fundamental rights to education for all?
Created: 13 hours ago
A
17
B
21
C
37
D
39
বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 17 সকলের জন্য মৌলিক শিক্ষা অধিকার প্রতিষ্ঠার বিষয়টি নির্ধারণ করে। এটি দেশের শিক্ষানীতি ও নাগরিক অধিকারগুলোর মূল ভিত্তি হিসেবে কাজ করে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রের দায়িত্ব হলো সকল নাগরিকের জন্য প্রাথমিক ও মৌলিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর করা।
-
আর্টিকেল 17 শিক্ষাকে নাগরিক জীবনের অপরিহার্য অংশ হিসেবে স্বীকৃতি দেয়।
-
এটি রাষ্ট্রকে নির্দেশ করে যাতে শিক্ষা সর্বজনীন ও সমানভাবে বিতরণ হয়।
-
সংবিধান শিক্ষার জন্য ন্যায্য এবং সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সরকারের জন্য বাধ্যবাধকতা আরোপ করে।
-
শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়, দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও অপরিহার্য।
0
Updated: 13 hours ago
বর্তমানে বাংলাদেশে মোট কতগুলো সিটি কর্পোরেশন রয়েছে?
Created: 3 days ago
A
৪
B
৬
C
১২
D
১৫
দেশের ১২তম বা সর্বশেষ সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নিকারের সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয় দেশের প্রস্তাবিত নবম বিভাগের নাম পদ্মা বিভাগ। পদ্মা বিভাগ কার্যকর হলে ১৩ তম সিটি কর্পোরেশন হবে ফরিদপুর সিটি কর্পোরেশন। ৫টি জেলা নিয়ে পদ্মা বিভাগ গঠিত হবে: ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর। নতুন নিয়ম - বিভাগীয় শহর ছাড়া আর নতুন করে কোনো সিটি করপোরেশন হবে না।
0
Updated: 3 days ago
'টাইগার লাইটনিং-২০২৫' কোন দুইটি দেশের যৌথ সামরিক মহড়া?
Created: 1 month ago
A
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
B
বাংলাদেশ ও পাকিস্তান
C
বাংলাদেশ ও রাশিয়া
D
বাংলাদেশ ও চীন
‘টাইগার লাইটনিং-২০২৫’ হলো বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ছয় দিনব্যাপী যৌথ সামরিক মহড়া। এই মহড়া বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং ২৫-৩০ জুলাই, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
-
মহড়ার মূল লক্ষ্য: পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করা
-
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সহযোগিতা: আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা
-
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবিলায় প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কাজ করে
-
মহড়ায় অংশগ্রহণকারী সদস্য: যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ১০০ জন
0
Updated: 1 month ago