In which of the following districts the biggest gas field in Bangladesh is situated?
A
Moulvibazar
B
Sunamganj
C
Habiganj
D
None
উত্তরের বিবরণ
বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। এই গ্যাসক্ষেত্রটি ১৯৬২ সালে আবিষ্কার করে পাকিস্তান শেল অয়েল কোম্পানি। ৬৪ বর্গকিলোমিটার ব্যাপী বিস্তৃত এই গ্যাসক্ষেত্রটির ভূগঠন গম্বুজাকৃতির।
0
Updated: 13 hours ago
ব্যাডেন পাওয়েল কত সালে স্কাউটিং আন্দোলনের শুরু করেন?
Created: 2 months ago
A
১৯০৫ সালে
B
১৯০৭ সালে
C
১৯১১ সালে
D
১৯২২ সালে
স্কাউট আন্দোলন (Scouting Movement / WOSM – World Organization of the Scout Movement):-
-
একটি বিশ্বব্যাপী যুব সংস্থা।
-
প্রতিষ্ঠা: ১৯০৭ সালে।
-
প্রতিষ্ঠাতা: রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন-পাওয়েল।
-
প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
বর্তমান সদস্য: ১৭৪টি দেশ।
-
লক্ষ্য: ছেলে-মেয়ে উভয়কেই সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
🔹 উৎপত্তি ও বিস্তার:
-
১৯০৭ সালে ব্যাডেন-পাওয়েল ২০ জন বালককে নিয়ে ব্রাউন সি দ্বীপে প্রথম পরীক্ষামূলক ক্যাম্প আয়োজনের মাধ্যমে স্কাউট আন্দোলনের সূচনা করেন।
-
১৯১৬ সালে ১১ বছরের নিচের শিশুদের জন্য কাব স্কাউট চালু করা হয়।
-
১৯১৮ সালে ১৮ বছরের ঊর্ধ্ব যুবকদের জন্য রোভার স্কাউটিং শুরু হয়।
-
১৯২০ সালে ইংল্যান্ডের অলিম্পিয়াতে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়।
-
১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় প্রথম বিশ্ব স্কাউট কমিটি।
উৎস: World Organization of the Scout Movement (WOSM) ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
বাংলাদেশের পরবর্তী আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হবে?
Created: 1 week ago
A
২০২০
B
২০২১
C
২০২২
D
২০২৩
২০১৩ সালে জাতীয় সংসদে পরিসংখ্যা আইন-২০১৩ পাস হয় এবং এ আইন অনুসারে আদমশুমারিকে জনশুমারি নামে অভিহিত করা হয়েছে। দশ বছরের ধারাবাহিকতায় পরবর্তী জনশুমারি ও গৃহগণনা-২০২১ সালে অনুষ্ঠিত হবে। (https://www.banglanews24.com/national/news/bd/714138.details)
0
Updated: 1 week ago
What would be the life span of the satellite 'Bangabandhu Satellite'?
Created: 17 hours ago
A
3 years
B
5 years
C
15 years
D
20 years
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ এর মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এটির আয়ু ১৫ বছর হওয়ার কথা ধরা হয়েছে।
0
Updated: 17 hours ago