In which year, the first parliamentary election was held in Bangladeh?
A
1970
B
1971
C
1972
D
1973
উত্তরের বিবরণ
স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ সে সময় ৩০০ আসনে সরাসরি নির্বাচন হয়৷ আর সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল ১৫টি৷ ঐ সংসদের প্রথম অধিবেশন বসেছিল ৭ এপ্রিল, তেজগাঁওয়ে অবস্থিত তখনকার জাতীয় সংসদ ভবনে৷ নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টিতে জয়লাভ করে৷
0
Updated: 13 hours ago
বৈশ্বিক ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 2 months ago
A
৫৮তম
B
৬৮তম
C
৭৮তম
D
৮৮তম
২০২৪ সালে বিশ্বের বিভিন্ন বন্দরের কনটেইনার পরিবহনের ভিত্তিতে লন্ডনভিত্তিক শিপিং-সংবাদমাধ্যম লয়েডস লিস্ট ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ তালিকা প্রকাশ করেছে।
-
চট্টগ্রাম বন্দরের অবস্থান: নতুনভাবে ৬৮তম; ২০২৪ সালে ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার পরিবহন করেছে
-
গত বছরের অবস্থান: ৬৭তম
-
শীর্ষ তালিকায় মোট কনটেইনার: ১০০টি বন্দরে ৭৪ কোটি ৩৬ লাখ একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে
-
শীর্ষে বন্দর: চীনের সাংহাই বন্দর, ৫ কোটি ১৫ লাখ একক কনটেইনার পরিবহন
-
দ্বিতীয় স্থানে: সিঙ্গাপুর বন্দর, ৪ কোটি ১১ লাখ একক কনটেইনার
-
শেষে (১০০তম স্থানে): চিলির সান অন্তোনিও বন্দর, ১৮ লাখ একক কনটেইনার
অতিরিক্তভাবে বলা যায়, এই তালিকা বিশ্বের প্রধান বন্দরগুলোর কার্যক্ষমতা এবং কনটেইনার ট্রাফিকের তুলনামূলক বিশ্লেষণ প্রদর্শন করে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশক।
0
Updated: 2 months ago
What is the second Geographical Indication product of Bangladesh?
Created: 13 hours ago
A
Hilsa fish
B
Katan
C
Jamdani
D
Stimo
বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে ২০১৬ সালে জামদানি শাড়ি, দ্বিতীয় জিআই পণ্য হিসেবে ২০১৭ সালে ইলিশ এবং সর্বশেষ ২০১৯ সালে ক্ষীরসাপাত বা হিমসাগর আম স্বীকৃতি পায়।
0
Updated: 13 hours ago
প্রথমবারের মতো বাংলাদেশের কয়টি অঞ্চলকে 'অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা' ঘোষণা করা হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 2 months ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
বাংলাদেশে পানি আইনের আওতায় প্রথমবারের মতো চার অঞ্চলকে ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
-
উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চল: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মোট ২৫টি উপজেলা ও ২১৫টি ইউনিয়ন (৪,৯১১টি মৌজা) থেকে ৪৭টি ইউনিয়ন (১,৫০৩টি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত
-
চট্টগ্রাম জেলা: পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন (১০৪টি মৌজা) ও ১টি পৌরসভা (৮টি মৌজা) থেকে ৩টি ইউনিয়ন (৭টি মৌজা) এবং ১টি পৌরসভা (৫টি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত
-
কর্তব্য: পানি আইন অনুযায়ী এই এলাকায় পানির ব্যবহার নিয়ন্ত্রণ এবং গৃহস্থালি ও পানীয় জলের সরবরাহ নিশ্চিত করার জন্য আগামী এক মাসের মধ্যে একটি কমিটি গঠন করা হবে
অতিরিক্তভাবে বলা যায়, এই উদ্যোগ জলসম্পদ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা এবং স্থানীয় জনগোষ্ঠীর পানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
0
Updated: 2 months ago