নিচের কোনটি জিংক-সমৃদ্ধ ধানের জাত?
A
সোনার বাংলা-১
B
বাংলামতি
C
ব্রি বঙ্গবন্ধু-১০০
D
ব্রি-৪৪
উত্তরের বিবরণ
এই তথ্যটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) উদ্ভাবিত উচ্চ জিঙ্কসমৃদ্ধ ধান নিয়ে। এই ধরনের ধান মূলত অপুষ্টিজনিত সমস্যা, বিশেষ করে জিঙ্কের ঘাটতি পূরণের জন্য উদ্ভাবন করা হয়। বাংলাদেশের অনেক অঞ্চলে মানুষের খাদ্যতালিকায় জিঙ্কের অভাব দেখা যায়, আর ধান হচ্ছে প্রধান খাদ্য। তাই জিঙ্কসমৃদ্ধ ধান জনস্বাস্থ্যের জন্য একটি কার্যকর সমাধান হিসেবে বিবেচিত।
-
ধানটি উদ্ভাবন করেছে BRRI (বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট)
-
এতে জিঙ্কের মাত্রা সাধারণ ধানের চেয়ে বেশি
-
এটি শিশু ও নারীদের অপুষ্টিজনিত সমস্যা কমাতে সহায়ক
-
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি ও কোষগত কার্যক্রমে জিঙ্ক গুরুত্বপূর্ণ
-
এই ধান কৃষকস্তরে চাষযোগ্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
0
Updated: 13 hours ago