What would be the life span of the satellite 'Bangabandhu Satellite'?
A
3 years
B
5 years
C
15 years
D
20 years
উত্তরের বিবরণ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ এর মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এটির আয়ু ১৫ বছর হওয়ার কথা ধরা হয়েছে।
0
Updated: 17 hours ago
Which of the following is the second highest award for individual gallantry in Bangladesh?
Created: 13 hours ago
A
Bir Bikrom
B
Bir Uttom
C
Bir Protik
D
Bir Sreshtho
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাঁরা অবদান রেখেছিলেন তাদের মধ্যে থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন জনকে তাদের অবদানের ভিত্তিতে বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক উপাধিতে ভূষিত করেন। বীর উত্তম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার।
0
Updated: 13 hours ago
সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়?
Created: 6 days ago
A
রথ যাত্রা
B
একুশের বই মেলা
C
একুশের প্রভাত ফেরী
D
মঙ্গল শোভাযাত্রা
মঙ্গল শোভাযাত্রা সম্প্রতি ইউনেস্কো’র অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশে তার গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এটি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব, যা সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে সমৃদ্ধ।
• মঙ্গল শোভাযাত্রা মূলত পুঁথি, মুখোশ ও ঢাকের সঙ্গে শিল্প ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উদযাপিত হয়।
• এটি বিশেষ করে নতুন বছরের আগমনে বা সামাজিক উৎসবে জনগণের মধ্যে আনন্দ ও একতা সৃষ্টি করে।
• অনুষ্ঠানটি বিভিন্ন চরিত্র, রূপকথা এবং প্রথাগত অভিনয়ের মাধ্যমে মানুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে।
• ইউনেস্কোর স্বীকৃতি এই ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে এবং সংরক্ষণ ও প্রচারের প্রয়োজনীয়তা নিশ্চিত করে।
• বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা শুধুমাত্র পার্বণ নয়, বরং সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক পরিচয় প্রদর্শনের একটি মাধ্যম।
0
Updated: 5 days ago
Which of the following is the largest ethnic group in Bangladesh?
Created: 13 hours ago
A
Chakma
B
Hajong
C
Garo
D
Saaotal
বাংলাদেশে বসবাসকারী ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বৃহত্তম নৃ-গোষ্ঠীর নাম চাকমা। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাম সাঁওতাল। রাজশাহী রংপুর-দিনাজপুর অঞ্চলে বসবাস রয়েছে।
0
Updated: 13 hours ago