Last year Jaman bought two lamps. This year he sold them for BDT 2000 each. On one lamp, he made 25% profit and on the other lamp he had 25% loss. What was his net loss or profit?
A
Loss BDT 1000
B
Profit BDT 100
C
LOSS BDT 100
D
None
উত্তরের বিবরণ
প্রথম ল্যাম্পের ক্রয়মূল্য ১২৫ক/১০০=২০০০ টাকা
বা, ক = ১৬০০ টাকা।
অর্থাৎ, প্রথম ল্যাম্প থেকে তার লাভ হয় ৪০০ টাকা।
দ্বিতীয় ল্যাম্পের ক্রয়মূল্য ৭৫ক/১০০=২০০০
বা, ক= ২৬৬৬.৬৭ টাকা।
অর্থাৎ, দ্বিতীয় ল্যাম্প থেকে তার ক্ষতি হয় ৬৬৬.৬৭ টাকা।
তাহলে তার সর্বমোট ক্ষতি হয় ৬৬৬.৬৭ - ৪০০ = ২৬৭.৬৭ টাকা যা প্রশ্নের অপশনে নেই।
0
Updated: 17 hours ago
একটি গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদ 16 এবং ষষ্ঠ পদ 128 হলে, অনুক্রমের প্রথম পদটি কত?
Created: 2 months ago
A
3
B
4
C
8
D
12
প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদ 16 এবং ষষ্ঠ পদ 128 হলে, অনুক্রমের প্রথম পদটি কত?
সমাধান:
আমরা জানি,
কোন গুণোত্তর ধারার প্রথম পদ a,
সাধারণ অনুপাত q হলে
n তম পদ = aqn - 1
সুতরাং, তৃতীয় পদ = aq3 - 1 = aq2 = 16
∴ a = 16/q2 ......... (i)
আবার, ষষ্ঠ পদ = aq6 - 1 = aq5 = (16/q2)q5 = 16q3
প্রশ্নমতে,
16q3 = 128
⇒ q3 = 128/16
⇒ q3 = 8
⇒ q3= 23
∴ q = 2
সুতরাং, প্রথম পদ = 16/(2)2
= 16/4
= 4
0
Updated: 2 months ago
3 + 3/4 + 3/16 + 3/64 + ...... ধারাটির অসীমতক সমষ্টি কত?
Created: 1 month ago
A
4
B
7
C
9
D
12
প্রশ্ন: 3 + 3/4 + 3/16 + 3/64 + ...... ধারাটির অসীমতক সমষ্টি কত?
সমাধান:
প্রথম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = (3/4)/3 = 1/4 < 1
∴ অসীমতক সমষ্টি, S = a/(1 - r)
= 3/(1 - 1/4)
= 3/(3/4)
= 3 × (4/3)
= 4
0
Updated: 1 month ago
3^x+3^x+3^x = কত?
Created: 3 weeks ago
A
9^x
B
3^(x+1)
C
3^3x
D
(3^x)³
প্রশ্নঃ 3^x + 3^x + 3^x = ?
সমাধানঃ
3^x + 3^x + 3^x
= 3 × 3^x
= 3^1 × 3^x
= 3^(x+1)
উত্তরঃ 3^(x+1)
0
Updated: 3 weeks ago