In a class, 120 students are male and 100 students are female, 25% of the male students and 20% of the female students are engineering students. 20% of the male engineering students and 25% of the female engineering students passed the final exam. What percentage of engineering students passed the exam?
A
5%
B
10%
C
15%
D
22%
উত্তরের বিবরণ
একটা ক্লাসে ছাত্র আছে ১২০ জন এবং ছাত্রী আছে ১০০ জন।
তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং নিয়েছে ১২০ এর ২৫% = ৩০ জন ছাত্র এবং ১০০ এর ২০%= ২০ জন ছাত্রী।
ফাইনাল পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং নেওয়া ছাত্রদের মধ্যে পাশ করে ৩০ এর ২০% = ৬ জন এবং ছাত্রী পাশ করে ২০ এর ২৫% = ৫ জন।
অর্থাৎ, ইঞ্জিনিয়ারিং এর মোট ছাত্রছাত্রীর মধ্যে পাশ করে {(৬+৫)/(৩০+২০)}x১০০ = ২২%
0
Updated: 17 hours ago
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। এর চারিদিকে বেড়া দেওয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
Created: 2 weeks ago
A
120 মিটার
B
160 মিটার
C
180 মিটার
D
220 মিটার
প্রশ্নঃ একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। এর চারিদিকে বেড়া দেওয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
সমাধানঃ
ধরা যাক, বর্গাকার বাগানের এক বাহু = ( x ) মিটার
তাহলে, ক্ষেত্রফল = ( x^2 )
অতএব,
( x^2 = 2025 )
( x = \sqrt{2025} = 45 ) মিটার
বেড়ার মোট দৈর্ঘ্য মানে হলো বর্গাকার বাগানের পরিসীমা।
পরিসীমা = ৪ × এক বাহু
= ৪ × ৪৫
= ১৮০ মিটার
উত্তরঃ ১৮০ মিটার
0
Updated: 2 weeks ago
6x2 - 7x - 4 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
Created: 2 months ago
A
বাস্তব ও সমান
B
বাস্তব ও অসমান
C
অবাস্তব পূর্ণ
D
বর্গ সংখ্যা
প্রশ্ন: 6x2 - 7x - 4 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি-
সমাধান:
6x2 - 7x - 4 = 0
এখানে,
a = x2 এর সহগ = 6
b = x এর সহগ = - 7
c = ধ্রুবক = - 4
নিশ্চায়ক = b2 - 4ac
= (- 7)2 - 4. 6. (- 4)
= 49 + 96
= 145 > 0
নিশ্চায়ক ধনাত্মক হলে, মূল দুইটি বাস্তব ও অসমান হবে।
∴ মূলদ্বয় বাস্তব ও অসমান।
ধরি a, b, c মূলদ সংখ্যা। তাহলে
1) b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
2) b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
3) b2 - 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে।
4) b2 - 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।
0
Updated: 2 months ago
Jerin has 40% more books than Rashed. However, if she gives 45 of her books to Rashed, then Rashed will have 10% more books than Jerin. How many books did Jerin begin with?
Created: 18 hours ago
A
140
B
175
C
245
D
385
If Rashed has 100x books, Jerin has 140x books.
If Jerin gives 45 of her books to Rashed, then he will have 10% more books than Jerin.
According to the question,
1.1(140x-45) = 100x+45
⇒154x - 100x = 45 + 49.5
⇒x = 1.75
Jerin began with = 140 × 1.75 = 140 × 175/100 = 245.
0
Updated: 18 hours ago