If w is 10 percent less than x, and y is 30 percent less than z, then wy is what percent less than xz?
A
10%
B
20%
C
37%
D
40%
উত্তরের বিবরণ
ধরি, x = ১০০ এবং z = ১০০, তাহলে w = ৯০ এবং y = ৭০
∴ wy = ৬৩০০ এবং xz = ১০০০০
অর্থাৎ, xz এর তুলনায় wy ৩৭০০ কম
১০০০০ এ কম হয় ৩৭০০
বা, ১ এ কম হয় ৩৭০০/১০০০০
সুতরাং, ১০০ তে কম হয় (৩৭০০ x ১০০)/১০০০০ = ৩৭
0
Updated: 17 hours ago
ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব ১২০ কিলোমিটার। একটি বাস কত ঘন্টায় ঢাকা থেকে ময়মনসিংহ পৌঁছাবে যদি বাসটির গড় গতিবেগ ১৫ কি.মি. /ঘন্টা হয়?
Created: 3 days ago
A
৫
B
৮
C
১২
D
১৫
সমাধান:
সময় = দূরত্ব ÷ বেগ
= ১২০ ÷ ১৫
= ৮ ঘন্টা
উত্তর: ৮ ঘন্টা
0
Updated: 3 days ago
ax + by = a2; bx - ay = ab; এই সহ-সমীকরণের (x, y) এর সমাধান কোনটি?
Created: 1 month ago
A
(a2, b2)
B
(a, b)
C
(0, a)
D
(a, 0)
প্রশ্ন: ax + by = a2; bx - ay = ab; এই সহ-সমীকরণের (x, y) এর সমাধান কোনটি?
সমাধান:
দেওয়া আছে,
ax + by = a2 ............ (1)
bx - ay = ab..........(2)
সমীকরণ (1)-কে b দিয়ে গুণ করে পাই, abx + b2y = a2b.......(3)
সমীকরণ (2)-কে a দিয়ে গুণ করে পাই, abx - a2y = a2b.......(4)
এখন, (3) - (4) করে পাই,
abx + b2y - abx + a2y = a2b - a2b
⇒ y(a2 + b2) = 0
∴ y = 0
y এর মান (1) নং এ বসিয়ে পাই,
ax + 0 = a2
⇒ x = a2/a = a
∴ x = a
সুতরাং, সমাধান (x, y) = (a, 0)
0
Updated: 1 month ago
একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্বের দ্বিগুণ অপেক্ষা ২ মিটার বেশি এবং অতিভুজ অপেক্ষা ১ মিটার কম। অতিভুজের দৈর্ঘ্য কত?
Created: 2 months ago
A
১০ মিটার
B
১৩ মিটার
C
১৭ মিটার
D
২৫ মিটার
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্বের দ্বিগুণ অপেক্ষা ২ মিটার বেশি এবং অতিভুজ অপেক্ষা ১ মিটার কম। অতিভুজের দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
সমকোণী ত্রিভুজের লম্ব = ক মিটার
ভূমি = ২ক + ২ মিটার
অতিভুজ = (২ক + ২) + ১ মিটার = ২ক + ৩ মিটার
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
অতিভুজ২ = লম্ব২ + ভূমি২
⇒ (২ক + ৩)২ = ক২ + (২ক + ২)২
⇒ ৪ক২ + ১২ক + ৯ = ক২ + ৪ক২ + ৮ক + ৪
⇒ ৪ক২ + ১২ক + ৯ = ৫ক২ + ৮ক + ৪
⇒ ৫ক২ - ৪ক২ + ৮ক - ১২ক + ৪ - ৯ = ০
⇒ ক২ - ৪ক - ৫ = ০
⇒ ক২ - ৫ক + ক - ৫ = ০
⇒ ক(ক - ৫) + ১(ক - ৫) = ০
⇒ (ক - ৫)(ক + ১) = ০
হয়, ক - ৫ = ০ অথবা ক + ১ = ০
হয়, ক = ৫ অথবা ক = - ১
কিন্তু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না।
∴ ক = ৫
অর্থাৎ লম্ব = ৫ মিটার
∴ অতিভুজ = (২ × ৫ + ৩) মিটার = (১০ + ৩) মিটার = ১৩ মিটার
0
Updated: 2 months ago