‘বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ’ গ্রন্থের রচয়িতার নাম-
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
সুনীতিকুমার
C
বিদ্যাপতি
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরের বিবরণ
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে একটি বই লিখেন ‘বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ’ নামে। ইংরেজিতে এই গ্রন্থটির নাম হলো: ‘The Origin and Development of the Bengali Language’। সংক্ষেপে এটিকে বলা হয় ODBL এবং এটি ১৯২৬ সালে প্রকাশিত।

0
Updated: 2 months ago
'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
Created: 3 months ago
A
নীহাররঞ্জন রায়
B
আর সি মজুমদার
C
অধ্যাপক আব্দুল করিম
D
অধ্যাপক সুনীতিকুমার সেন
• 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক - নীহাররঞ্জন রায়।
নীহাররঞ্জন রায়:
- তিনি ভারতের শেষ বহুশাস্ত্রজ্ঞদের মধ্যে অন্যতম একজন।
- মানব অভিজ্ঞতার রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলির মধ্যে সমন্বয় সাধনে নীহাররঞ্জন রায় এর প্রয়াস পরিণতি লাভ করেছে তাঁর প্রধান সাহিত্যকর্ম বাঙ্গালীর ইতিহাস গ্রন্থে।
তাঁর রচিত গ্রন্থ:
- Maurya and Sunga Art,
- বাঙ্গালীর ইতিহাস,
- Nationalism in India,
- Idea and Image of Indian Art.
তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে:
- Mughal Court Painting,
- The Sikh Gurus and the Sikh Society,
- Dutch Activities in the East,
- An Approach to Indian Art.
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
কোন লেখকের প্রকৃত নাম ‘মইনুদ্দিন আহমেদ’?
Created: 1 week ago
A
শামসুর রহমান
B
মনিরুজ্জামান
C
সেলিম আল দীন
D
সৈয়দ মুজতবা আলী
সেলিম আল দীন (প্রকৃত নাম: মইনুদ্দিন আহমেদ) ১৯৪৮ সালের ১৮ নভেম্বর তৎকালীন নোয়াখালি জেলার সোনাগাজি সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মূলত কবিতা লিখলেও ১৯৭২ সালে তাঁর নাটক ‘নীল শয়তান: তাহিতি’ টেলিভিশন ও বেতারে প্রচারিত হলে নাট্যরচনার মাধ্যমে পরিচিতি পান। একই বছর ডাকসু মঞ্চস্থ করে তাঁর নাটক ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ প্রথম পুরস্কার অর্জন করে এবং ১৯৭৩ সালে ডাকসু নাট্যচক্র ‘এক্সপ্লোসিভ ও মূল সমস্যা’ মঞ্চস্থ করলে তিনি নাট্যকার হিসেবে সবার কাছে সুপরিচিত হন।
অন্যান্য উল্লেখযোগ্য ছদ্মনাম:
• মুক্তিযুদ্ধকালে শামসুর রহমান লিখতেন ‘মজলুম আদিব’ ছদ্মনামে।
• সৈয়দ মুজতবা আলী ছদ্মনাম ব্যবহার করতেন ‘সত্যপীর’ হিসেবে।
• মনিরুজ্জামান লিখতেন ‘হায়াৎ মামুদ’ ছদ্মনামে।

0
Updated: 1 week ago
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
Created: 3 months ago
A
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
B
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আব্দুল হাই
C
মুহম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
D
মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ (আধুনিক যুগ) গ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। তিনি মুহম্মদ আবদুল হাইয়ের সাথে মিলিয়ে এই গ্রন্থটি প্রকাশ করেন।
কয়েক বছর পূর্বে কেন্দ্রীয় পাকিস্তান সরকারের উদ্যোগে বাংলা সাহিত্যের ধারাবাহিক ইতিহাস রচনার দায়িত্ব দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগকে। এই প্রকল্পের দ্বিতীয় খণ্ড সম্প্রতি প্রকাশিত হয়েছে।
এ ইতিহাসের লেখক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ মুহম্মদ আবদুল হাই ও করাচী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ সৈয়দ আলী আহসান। গ্রন্থে আধুনিক যুগের বাংলা সাহিত্যের বিবরণ তুলে ধরা হয়েছে, যা বৃটিশ শাসনকালের শুরু থেকে পাকিস্তানোত্তর যুগ পর্যন্ত বিস্তৃত।

0
Updated: 3 months ago