A cement mixture is composed of 3 elements. By weight, ⅓ of the mixture is sand, 3/5 is water and the remaining 12 pounds of the mixture is gravel. What is the weight of the entire mixture in pounds?
A
60
B
80
C
90
D
180
উত্তরের বিবরণ
বালু এবং পানির মোট পরিমাণ (১/৩)+(৩/৫)
= (৫+৯)/১৫ = ১৪/১৫ অংশ
শেষে পাথরের পরিমাণ = ১-(১৪/১৫) = ১/১৫ অংশ
১/১৫ অংশ = ১২ পাউন্ড হলে
১ বা সম্পূর্ণ অংশ হবে = ১৫x১২ = ১৮০ পাউন্ড।
0
Updated: 17 hours ago
রহিম তার বেতনের টাকার ১/৫ অংশ খরচ করে একটি শার্ট এবং ৫০০ টাকা খরচ করে একটি প্যান্ট কিনলো। এই টাকা খরচ করার পর তার কাছে বেতনের ৪০ শতাংশ টাকা রয়ে গেল। রহিম কত টাকা বেতন পেয়েছিল?
Created: 4 days ago
A
২০০০
B
২৫০০
C
৩০০০
D
কোনোটিই নয়
সমাধান:
ধরা যাক রহিমের বেতন = টাকা।
• শার্টের দাম = বেতনের ১/৫ = • প্যান্টের দাম = ৫০০ টাকা
• খরচের মোট =
• বেতনের ৪০% অবশিষ্ট =
বেতন থেকে খরচ বাদ দিয়ে অবশিষ্ট:
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে ১২৫০ নেই, তাই সঠিক উত্তর: ঘ) কোনোটিই নয়।
0
Updated: 4 days ago
যদি M = {a, b, 1, 2} এবং N = {1, 2} হয়, তবে N - M এর মান কত?
Created: 1 month ago
A
{ }
B
{a, b}
C
{ 0 }
D
{- a, - b}
প্রশ্ন: যদি M = {a, b, 1, 2} এবং N = {1, 2} হয়, তবে N - M এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
M = {a, b, 1, 2} এবং N = {1, 2}
প্রদত্ত রাশি,
N - M = {1, 2} - {a, b, 1, 2} = { }
N - M = { }
অথবা,
যদি M = {a, b, 1, 2} এবং N = {1, 2} হয়, তবে N - M এর মান হলো একটি খালি সেট, অর্থাৎ ∅ বা { }। এর কারণ হলো N সেটের সকল উপাদান (1 এবং 2) M সেটে উপস্থিত রয়েছে। N - M মানে হলো N সেটের এমন সকল উপাদান যা M সেটে নেই, এবং এই ক্ষেত্রে এমন কোনো উপাদান নেই।
সুতরাং, N - M = ∅ বা {}
0
Updated: 1 month ago
একটি থলিতে 3 টি সবুজ এবং 2 টি লাল বল আছে। অপর একটি থলিতে 2 টি সবুজ এবং 5 টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হল। দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা কত?
Created: 1 month ago
A
5/7
B
2/7
C
5/12
D
1/4
প্রশ্ন: একটি থলিতে 3 টি সবুজ এবং 2 টি লাল বল আছে। অপর একটি থলিতে 2 টি সবুজ এবং 5 টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হল। দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা কত?
সমাধান:
প্রথম থলিতে, 3 টি সবুজ বল, 2 টি লাল বল
দ্বিতীয় থলিতে, 2 টি সবুজ বল, 5 টি লাল বল
অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা = 1 - দুইটি বলই লাল
প্রথম থলি থেকে লাল বলের সম্ভাবনা = 2/5
দ্বিতীয় থলি থেকে লাল বলের সম্ভাবনা = 5/7
দুইটি লাল হওয়ার সম্ভাব্যতা = (2/5) × (5/7) = 2/7
অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা = 1 - (2/7) = 5/7
∴ সঠিক উত্তর: ক) 5/7
0
Updated: 1 month ago