What would be the life span of the satellite 'Bangabandhu Satellite'?
A
3 years
B
5 years
C
15 years
D
20 years
উত্তরের বিবরণ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ এর মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এটির আয়ু ১৫ বছর হওয়ার কথা ধরা হয়েছে।
0
Updated: 17 hours ago
In which of the following districts the biggest gas field in Bangladesh is situated?
Created: 13 hours ago
A
Moulvibazar
B
Sunamganj
C
Habiganj
D
None
বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। এই গ্যাসক্ষেত্রটি ১৯৬২ সালে আবিষ্কার করে পাকিস্তান শেল অয়েল কোম্পানি। ৬৪ বর্গকিলোমিটার ব্যাপী বিস্তৃত এই গ্যাসক্ষেত্রটির ভূগঠন গম্বুজাকৃতির।
0
Updated: 13 hours ago
সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়?
Created: 6 days ago
A
রথ যাত্রা
B
একুশের বই মেলা
C
একুশের প্রভাত ফেরী
D
মঙ্গল শোভাযাত্রা
মঙ্গল শোভাযাত্রা সম্প্রতি ইউনেস্কো’র অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশে তার গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এটি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব, যা সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে সমৃদ্ধ।
• মঙ্গল শোভাযাত্রা মূলত পুঁথি, মুখোশ ও ঢাকের সঙ্গে শিল্প ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উদযাপিত হয়।
• এটি বিশেষ করে নতুন বছরের আগমনে বা সামাজিক উৎসবে জনগণের মধ্যে আনন্দ ও একতা সৃষ্টি করে।
• অনুষ্ঠানটি বিভিন্ন চরিত্র, রূপকথা এবং প্রথাগত অভিনয়ের মাধ্যমে মানুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে।
• ইউনেস্কোর স্বীকৃতি এই ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে এবং সংরক্ষণ ও প্রচারের প্রয়োজনীয়তা নিশ্চিত করে।
• বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা শুধুমাত্র পার্বণ নয়, বরং সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক পরিচয় প্রদর্শনের একটি মাধ্যম।
0
Updated: 5 days ago
বৈশ্বিক ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 2 months ago
A
৫৮তম
B
৬৮তম
C
৭৮তম
D
৮৮তম
২০২৪ সালে বিশ্বের বিভিন্ন বন্দরের কনটেইনার পরিবহনের ভিত্তিতে লন্ডনভিত্তিক শিপিং-সংবাদমাধ্যম লয়েডস লিস্ট ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ তালিকা প্রকাশ করেছে।
-
চট্টগ্রাম বন্দরের অবস্থান: নতুনভাবে ৬৮তম; ২০২৪ সালে ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার পরিবহন করেছে
-
গত বছরের অবস্থান: ৬৭তম
-
শীর্ষ তালিকায় মোট কনটেইনার: ১০০টি বন্দরে ৭৪ কোটি ৩৬ লাখ একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে
-
শীর্ষে বন্দর: চীনের সাংহাই বন্দর, ৫ কোটি ১৫ লাখ একক কনটেইনার পরিবহন
-
দ্বিতীয় স্থানে: সিঙ্গাপুর বন্দর, ৪ কোটি ১১ লাখ একক কনটেইনার
-
শেষে (১০০তম স্থানে): চিলির সান অন্তোনিও বন্দর, ১৮ লাখ একক কনটেইনার
অতিরিক্তভাবে বলা যায়, এই তালিকা বিশ্বের প্রধান বন্দরগুলোর কার্যক্ষমতা এবং কনটেইনার ট্রাফিকের তুলনামূলক বিশ্লেষণ প্রদর্শন করে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশক।
0
Updated: 2 months ago