There are 48 books on 3 shelves. If 3 books from third shelf are shifted to the second there will be same number of books on first and third shelves and double the number of books on second shelf. How many books were there on three shelves originally?
A
10, 25,13
B
12, 21,15
C
11, 23, 14
D
13, 19, 16
উত্তরের বিবরণ
Suppose, the first shelf had x books.
So, the third shelf had x+3 books.
And the second shelf had 2x-3 books.
According to the question,
x + x+3 + 2x-3 = 48
4x = 48
x = 12
1st shelf = 12, 2nd shelf = 2×12-3 = 21, 3rd shelf = 12+3 = 15.
0
Updated: 17 hours ago
৫ টাকায় ২টি দরে কমলা ক্রয় করে ৩৫ টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে শতকরা ৪০ টাকা লাভ হবে?
Created: 3 weeks ago
A
৮ টি
B
১০ টি
C
১২ টি
D
১৪ টি
প্রশ্ন: ৫ টাকায় ২টি দরে কমলা ক্রয় করে ৩৫ টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে শতকরা ৪০ টাকা লাভ হবে?
সমাধান:
-
প্রথমে, ৫ টাকায় ২টি কমলা কিনলে, ১টি কমলার দাম হবে:
-
৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে তা নির্ণয় করতে, আমরা প্রথমে ৪০% লাভের হিসাব করি।
৪০% লাভ হলে, বিক্রয় মূল্য হবে ক্রয়মূল্যের ১.৪ গুণ।
তাহলে, ১টি কমলার ক্রয়মূল্য ২.৫০ টাকার ১.৪ গুণ হবে: -
এখন, ৩৫ টাকায় প্রতি কমলা ৩.৫০ টাকায় বিক্রয় করতে হলে, ৩৫ টাকা দিয়ে কতগুলো কমলা বিক্রয় করা যাবে তা নির্ণয় করি:
উত্তর: খ) ১০টি
0
Updated: 3 weeks ago
Last year Jaman bought two lamps. This year he sold them for BDT 2000 each. On one lamp, he made 25% profit and on the other lamp he had 25% loss. What was his net loss or profit?
Created: 17 hours ago
A
Loss BDT 1000
B
Profit BDT 100
C
LOSS BDT 100
D
None
প্রথম ল্যাম্পের ক্রয়মূল্য ১২৫ক/১০০=২০০০ টাকা
বা, ক = ১৬০০ টাকা।
অর্থাৎ, প্রথম ল্যাম্প থেকে তার লাভ হয় ৪০০ টাকা।
দ্বিতীয় ল্যাম্পের ক্রয়মূল্য ৭৫ক/১০০=২০০০
বা, ক= ২৬৬৬.৬৭ টাকা।
অর্থাৎ, দ্বিতীয় ল্যাম্প থেকে তার ক্ষতি হয় ৬৬৬.৬৭ টাকা।
তাহলে তার সর্বমোট ক্ষতি হয় ৬৬৬.৬৭ - ৪০০ = ২৬৭.৬৭ টাকা যা প্রশ্নের অপশনে নেই।
0
Updated: 17 hours ago
1 থেকে 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা 16 দিয়ে বিভাজ্য নয় কিন্তু 30 দিয়ে বিভাজ্য ?
Created: 1 week ago
A
29
B
31
C
32
D
38
প্রশ্নঃ ১ থেকে ১০০০ এর মধ্যে কতগুলো সংখ্যা ১৬ দিয়ে বিভাজ্য নয় কিন্তু ৩০ দিয়ে বিভাজ্য ?
সমাধানঃ
১ থেকে ১০০০ পর্যন্ত সংখ্যার মধ্যে ৩০ দিয়ে বিভাজ্য সংখ্যার সংখ্যা বের করতে হবে।
অর্থাৎ,
৩০ × ১ = ৩০
৩০ × ২ = ৬০
…
৩০ × ৩৩ = ৯৯০
অতএব, ৩০ দিয়ে বিভাজ্য সংখ্যার সংখ্যা = ⸫ ১০০০ ÷ ৩০ = ৩৩ (পূর্ণসংখ্যা অংশ)
এখন ১৬ ও ৩০ উভয় দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো বের করি।
এদের ল.সা.গু = ২৪০
অতএব, ২৪০ দিয়ে বিভাজ্য সংখ্যা ১০০০ পর্যন্ত হবে —
২৪০ × ১ = ২৪০
২৪০ × ২ = ৪৮০
২৪০ × ৩ = ৭২০
২৪০ × ৪ = ৯৬০
অতএব, মোট সংখ্যা = ৪টি
এখন,
৩০ দিয়ে বিভাজ্য কিন্তু ১৬ দিয়ে নয় এমন সংখ্যার সংখ্যা = ৩৩ − ৪ = ২৯
উত্তরঃ ক) ২৯
0
Updated: 1 week ago