In a class, 120 students are male and 100 students are female, 25% of the male students and 20% of the female students are engineering students. 20% of the male engineering students and 25% of the female engineering students passed the final exam. What percentage of engineering students passed the exam?
A
5%
B
10%
C
15%
D
22%
উত্তরের বিবরণ
একটা ক্লাসে ছাত্র আছে ১২০ জন এবং ছাত্রী আছে ১০০ জন।
তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং নিয়েছে ১২০ এর ২৫% = ৩০ জন ছাত্র এবং ১০০ এর ২০%= ২০ জন ছাত্রী।
ফাইনাল পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং নেওয়া ছাত্রদের মধ্যে পাশ করে ৩০ এর ২০% = ৬ জন এবং ছাত্রী পাশ করে ২০ এর ২৫% = ৫ জন।
অর্থাৎ, ইঞ্জিনিয়ারিং এর মোট ছাত্রছাত্রীর মধ্যে পাশ করে {(৬+৫)/(৩০+২০)}x১০০ = ২২%
0
Updated: 17 hours ago
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 96°ঐ ত্রিভুজের অপর কোণটি কত?
Created: 1 day ago
A
48°
B
42°
C
24°
D
84°
১৮০ - ৯৬ = ৮৪
অর্থাৎ, বাকী দুটি কোণের সমষ্টি ৮৪ ডিগ্রি
আমরা জানি, সমান বাহু দুটির বিপরীত কোণদ্বয়ও সমান হবে।
অর্থাৎ, বাকী কোণ দুটি ৮৪/২ = ৪২ ডিগ্রি করে
0
Updated: 1 day ago
তিন অংকের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
Created: 3 weeks ago
A
৯৯৮
B
৯৮৮
C
৮৯৯
D
৮৮৮
প্রশ্নঃ তিন অংকের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
সমাধানঃ
তিন অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯
তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০
পার্থক্য = ৯৯৯ − ১০০ = ৮৯৯
উত্তরঃ ৮৯৯
0
Updated: 3 weeks ago
log2 1/4 = কত?
Created: 1 day ago
A
2
B
-2
C
1/2
D
-1/2
log2 1/4
= log2 2-2
= -2 log2 2
= -2
0
Updated: 1 day ago