Kalam bought two varieties of rice, costing Tk. 50/kg and Tk. 60/kg each, and mixed them in some ratio. Then he sold the mixture at Tk. 70/kg. Making a profit of 20%. What was the ratio of the mixture?
A
1 : 10
B
1 : 5
C
2 : 7
D
3 : 8
উত্তরের বিবরণ
ধরি, কালাম 50 টাকায় চাল কেনে x পরিমাণ এবং 60 টাকায় কেনে y পরিমাণ চাল।
অর্থাৎ, তার মোট খরচ হয় (50x + 60y) টাকা।
যেহেতু সে 20% লাভে বিক্রয় করে চালের মিশ্রণ সেহেতু,
প্রশ্নমতে, 120/100(50x+60y) = 70(x+y)
বা, 60x + 72y = 70x + 70y
বা, 10x = 2y
বা, x:y = 1:5
0
Updated: 17 hours ago
সুলেমান সাহেব ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। বছরের সুদের হার কত?
Created: 1 day ago
A
৮%
B
৮.২৫%
C
৮.৫ %
D
৮.৬%
১৫০০০ টাকায় সুদ পান ১২৭৫ টাকা
১ টাকায় সুদ পান ১২৭৫/১৫০০০ টাকা
১০০ টাকায় সুদ পান (১২৭৫ Χ ১০০) / ১৫০০০ টাকা = ৮.৫ টাকা
0
Updated: 1 day ago
একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?
Created: 2 months ago
A
১.৫ মিটার
B
২.৫ মিটার
C
৩.০ মিটার
D
৩.৫ মিটার
প্রশ্ন: একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?
সমাধান:
ধরি,
চৌবাচ্চাটির গভীরতা = ক মিটার
∴ চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা
= ২.৫৬ × ১.২৫ × ক
= ৩.২ক ঘনমিটার
আমরা জানি,
১ ঘনমিটার = ১০০০ লিটার
∴ ৮০০০ লিটার = ৮০০০/১০০০ = ৮ ঘনমিটার
প্রশ্নমতে,
৩.২ক = ৮
বা, ক = ৮/৩.২
∴ ক = ২.৫ মিটার
0
Updated: 2 months ago
If x≥ 8 and y ≤ 3, then which of the following must be true?
Created: 17 hours ago
A
x+y ≥ 5
B
x+y ≤ 11
C
x-y ≤ 5
D
x−y ≥ 5
সমাধান:
আমরা জানি:
আমাদের যাচাই করতে হবে এর মান।
ধাপে ধাপে বিশ্লেষণ:
-
যেহেতু , তাই ন্যূনতম 8 হতে পারে।
যেহেতু , তাই -এর সর্বোচ্চ মান হতে পারে 3। -
ন্যূনতম মানের জন্য:
উত্তর:
0
Updated: 17 hours ago