If x≥ 8 and y ≤ 3, then which of the following must be true?
A
x+y ≥ 5
B
x+y ≤ 11
C
x-y ≤ 5
D
x−y ≥ 5
উত্তরের বিবরণ
সমাধান:
আমরা জানি:
আমাদের যাচাই করতে হবে এর মান।
ধাপে ধাপে বিশ্লেষণ:
-
যেহেতু , তাই ন্যূনতম 8 হতে পারে।
যেহেতু , তাই -এর সর্বোচ্চ মান হতে পারে 3। -
ন্যূনতম মানের জন্য:
উত্তর:
0
Updated: 17 hours ago
ঘন্টায় 60 কি.মি. বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার দীর্ঘ প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগতে?
Created: 2 days ago
A
24 সেকেন্ড
B
26 সেকেন্ড
C
28 সেকেন্ড
D
30 সেকেন্ড
মোট অতিক্রান্ত দূরত্ব = ৩০০ + ১০০ = ৪০০ মিটার
৬০০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
১ '' '' = ৩৬০০/৬০০০০ ''
∴ ৪০০ মিটার যায় = (৩৬০০×৪০০)/৬০০০০ = ২৪ সেকেন্ডে
0
Updated: 2 days ago
A and B together can complete a work in 10 days. A alone can complete it in 30 days. If B works only for half a day daily, then in how many days will A and B together complete the work?
Created: 2 months ago
A
10 days
B
12 days
C
15 days
D
18 days
Question: A and B together can complete a work in 10 days. A alone can complete it in 30 days. If B works only for half a day daily, then in how many days will A and B together complete the work?
Solution:
দেওয়া আছে,
A ও B একসাথে কাজটি সম্পন্ন করে = 10 দিনে
সুতরাং, তাদের এক দিনের কাজ = 1/10 অংশ
A একা কাজটি সম্পন্ন করে = 30 দিনে
সুতরাং, A এর এক দিনের কাজ = 1/30 অংশ
অতএব, B এর এক দিনের কাজ = (A ও B এর একসাথে কাজ) - (A এর একা কাজ)
= 1/10 - 1/30 অংশ
= (3 - 1)/30 অংশ
= 2/30 অংশ
= 1/15 অংশ
B প্রতিদিন অর্ধেক দিন কাজ করলে, তার প্রতিদিনের কাজ হবে,
= (1/15)/2 অংশ
= 1/30 অংশ
এখন, A (পুরো দিন) এবং B (অর্ধেক দিন) একসাথে কাজ করলে তাদের প্রতিদিনের মোট কাজ হবে:
= (A এর এক দিনের কাজ) + (B এর প্রতিদিনের কাজ)
= 1/30 + 1/30 অংশ
= 2/30 = 1/15 অংশ
যেহেতু তারা প্রতিদিন কাজের 1/15 অংশ সম্পন্ন করে, তাই সম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে তাদের সময় লাগবে 15 দিন।
সুতরাং, তারা একসাথে 15 দিনে কাজটি সম্পন্ন করবে।
0
Updated: 2 months ago
x²-3x+2 এবং x²-5x+6 এর ল.সা.গু = কত?
Created: 2 weeks ago
A
(x-1)(x-2)(x-3)
B
(x+1)(x-2)(x+3)
C
(x-1)(x+2)(x-3)
D
(x-2)
প্রশ্নঃ x² - 3x + 2 এবং x² - 5x + 6 এর ল.সা.গু নির্ণয় কর।
সমাধানঃ
প্রথমে উভয় বহুপদীকে গুণনীয়কে বিশ্লেষণ করি –
x² - 3x + 2 = (x - 1)(x - 2)
x² - 5x + 6 = (x - 2)(x - 3)
এখন ল.সা.গু নির্ণয় করার জন্য, উভয় বহুপদীর সব ভিন্ন গুণনীয়ক একবার করে নিতে হবে।
অতএব, ল.সা.গু = (x - 1)(x - 2)(x - 3)
উত্তরঃ (x - 1)(x - 2)(x - 3)
0
Updated: 2 weeks ago