Alim was hired for a job for 7 days. Each day, he was paid Tk. 10 more than what he was paid for the previous day of work. The total amount he was paid in the first 4 days of work equaled the total amount he was paid in the last 3 days. What was his starting pay?
A
TK. 90
B
Tk. 138
C
Tk. 153
D
Tk. 160
উত্তরের বিবরণ
তার প্রথমদিনের আয় x টাকা।
প্রশ্নমতে, x+x+10+x+20+x+30 = x+40+x+50+x+60
বা,4x + 60 = 3x + 150
বা, x = 90
0
Updated: 17 hours ago
3x যদি 15 থেকে 3 (Three) বেশি হয়, তাহলে 3x + 2 = ? কত?
Created: 2 weeks ago
A
17
B
18
C
20
D
21
সমাধান:
প্রথমে, "3x যদি 15 থেকে 3 বেশি হয়" থেকে 3x এর মান বের করি।
অর্থাৎ,
3x = 15 + 3
3x = 18
এখন, 3x এর মান 18 পাওয়ার পর, প্রশ্নে যে 3x + 2 জানতে চাওয়া হয়েছে, সেটি হিসাব করি:
3x + 2 = 18 + 2
3x + 2 = 20
তাহলে, 3x + 2 এর মান হলো 20।
0
Updated: 2 weeks ago
একটি থলিতে 3 টি সবুজ এবং 2 টি লাল বল আছে। অপর একটি থলিতে 2 টি সবুজ এবং 5 টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হল। দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা কত?
Created: 1 month ago
A
5/7
B
2/7
C
5/12
D
1/4
প্রশ্ন: একটি থলিতে 3 টি সবুজ এবং 2 টি লাল বল আছে। অপর একটি থলিতে 2 টি সবুজ এবং 5 টি লাল বল আছে। নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হল। দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা কত?
সমাধান:
প্রথম থলিতে, 3 টি সবুজ বল, 2 টি লাল বল
দ্বিতীয় থলিতে, 2 টি সবুজ বল, 5 টি লাল বল
অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা = 1 - দুইটি বলই লাল
প্রথম থলি থেকে লাল বলের সম্ভাবনা = 2/5
দ্বিতীয় থলি থেকে লাল বলের সম্ভাবনা = 5/7
দুইটি লাল হওয়ার সম্ভাব্যতা = (2/5) × (5/7) = 2/7
অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাব্যতা = 1 - (2/7) = 5/7
∴ সঠিক উত্তর: ক) 5/7
0
Updated: 1 month ago
একটি সংখ্যা 560 থেকে যত কম, 380 থেকে তার সাড়ে তিনগুন বেশি। সংখ্যাটি কত?
Created: 2 days ago
A
450
B
470
C
520
D
500
ধরি সংখ্যাটি = x
শর্তমতে,
3.5 x (560 - x) = x - 380
⇒1960 - 3.5x = x - 380
⇒ 4.5x = 2340
∴ x = 520
0
Updated: 2 days ago