‘উইকিপিডিয়া’ কী?
A
ডেটাবেইজ
B
মুক্ত বিশ্বকোষ
C
স্মার্ট ফোন
D
উন্মুক্ত সফটওয়্যার
উত্তরের বিবরণ
উইকিপিডিয়া একটি অনলাইন ভিত্তিক মুক্ত বিশ্বকোষ, যেখানে বিশ্বজুড়ে মানুষ তাদের জ্ঞান, তথ্য ও গবেষণা শেয়ার করতে পারে। এটি উন্মুক্ত প্ল্যাটফর্ম হওয়ায় যে কেউ তথ্য যোগ, সম্পাদনা বা সংশোধন করতে পারে, তবে নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের নিয়ম মেনে চলতে হয়। এ কারণে এটি জ্ঞান বিনিময়ের বৈশ্বিক মাধ্যম হিসেবে পরিচিত।
-
এটি বিনামূল্যে ব্যবহারযোগ্য এবং কোনো প্রকার সদস্য ফি লাগে না
-
প্রায় সব ভাষায় বিষয়ভিত্তিক নিবন্ধ রয়েছে এবং বাংলা উইকিপিডিয়াও সক্রিয়
-
এখানে তথ্য নিয়মিত পর্যালোচনা ও আপডেট করা হয়, তাই এটি দ্রুত পরিবর্তনশীল জ্ঞানের উৎস
-
শিক্ষা, গবেষণা, সাধারণ তথ্য অনুসন্ধান এবং রেফারেন্স কাজের ক্ষেত্রে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়
0
Updated: 18 hours ago
ডিবাগিং বলতে কী বুঝায়?
Created: 2 months ago
A
প্রোগ্রামের কোড অনুবাদ করা
B
প্রোগ্রামে নতুন ফিচার যোগ করা
C
প্রোগ্রাম কম্পাইল করা
D
প্রোগ্রামের ভুল শনাক্ত ও সংশোধন করা
ডিবাগিং বলতে প্রোগ্রামের ভুল শনাক্ত করা এবং তা সংশোধন করাকেই বোঝায়। এটি প্রোগ্রাম ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে ত্রুটি সনাক্ত করে সঠিক আউটপুট নিশ্চিত করা হয়।
• প্রোগ্রাম ডিবাগিং (Program Debugging)
-
Bug শব্দের অর্থ হলো পোকা এবং Debugging মানে হলো সেই পোকা বা ত্রুটি দূর করা।
-
কম্পিউটার প্রোগ্রামে যে ভুল-ত্রুটি দেখা দেয়, সেগুলো সংশোধন করাকে ডিবাগিং বলা হয়।
-
১৯৪৫ সালে মার্ক-১ কম্পিউটারে একটি মথ পোকা ঢুকে অচল হয়ে পড়লে সেখান থেকেই Debugging শব্দটির উৎপত্তি হয়।
-
ডিবাগিং প্রক্রিয়ায় প্রথমে প্রোগ্রামে কী ধরনের ভুল আছে তা চিহ্নিত করতে হয় এবং তারপর প্রয়োজনীয় সংশোধন করতে হয়।
-
Syntax Error নির্ণয় ও সংশোধন করা তুলনামূলকভাবে সহজ।
-
Logical Error শনাক্ত করা কঠিন, কারণ এতে প্রোগ্রাম চলে কিন্তু প্রত্যাশিত ফলাফল দেয় না।
-
এ ক্ষেত্রে কিছু নমুনা ডেটা ব্যবহার করে প্রোগ্রাম পরীক্ষা করা হয়। ফলাফল প্রত্যাশিত না হলে প্রোগ্রামকে কয়েকটি অংশে ভাগ করে প্রতিটি অংশের আউটপুট বিশ্লেষণ করে ত্রুটি নির্ণয় ও সংশোধন করা হয়।
উৎস:
0
Updated: 2 months ago
নিচের কোনটি ক্রায়োসার্জারিতে ব্যবহার হয় না?
Created: 2 months ago
A
তরল কার্বন ডাই-অক্সাইড
B
তরল নাইট্রোজেন
C
হিলিয়াম গ্যাস
D
ইথাইল ক্লোরাইড
সাধারণ জ্ঞান
ক্রায়োসার্জারি (Cryosurgery)
তথ্য প্রযুক্তি
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
হিলিয়াম গ্যাস ক্রায়োসার্জারিতে ব্যবহার হয় না। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অতিমাত্রায় ঠান্ডা ব্যবহার করে শরীরের অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ ও টিস্যু ধ্বংস করা হয়। সাধারণত এতে তরল নাইট্রোজেন বেশি ব্যবহৃত হয়।
• ক্রায়োসার্জারি
-
এটি এক ধরনের সার্জিক্যাল চিকিৎসা, যেখানে অত্যন্ত নিম্ন তাপমাত্রার রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়।
-
এই ঠান্ডার কারণে টিস্যুর ভেতরে বরফকণা তৈরি হয় এবং কোষগুলো নষ্ট হয়ে যায়।
• ব্যবহৃত রাসায়নিক পদার্থসমূহ
-
তরল নাইট্রোজেন
-
তরল কার্বন ডাই-অক্সাইড
-
নাইট্রাস অক্সাইড
-
আর্গন
-
ইথাইল ক্লোরাইড
-
ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি
উৎস:
0
Updated: 2 months ago
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?
Created: 1 month ago
A
ইন্টারকম
B
ইন্টারনেট
C
ই-মেইল
D
ইন্টারস্পীড
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে ইন্টারনেট বলা হয়। এটি একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক, যার মাধ্যমে বিভিন্ন কম্পিউটার বা ডিভাইস একে অপরের সঙ্গে যুক্ত থাকে এবং তথ্য, ডেটা, অডিও, ভিডিও ইত্যাদি আদান-প্রদান করতে পারে। ইন্টারনেটের মাধ্যমেই ই-মেইল, ওয়েব ব্রাউজিং, সামাজিক যোগাযোগ এবং ক্লাউড-ভিত্তিক সেবা সম্ভব হয়েছে।
0
Updated: 1 month ago