নিচের কোনটি ‘সুনীল অর্থনীতি’র সাথে সম্পর্কিত?
A
খনিজ সম্পদ
B
মৎস্য সম্পদ
C
সমুদ্র সম্পদ
D
বনজ সম্পদ
উত্তরের বিবরণ
“Blue Economy” বলতে মূলত সমুদ্রকে কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ড বোঝানো হয়, যেখানে সমুদ্রসম্পদ টেকসইভাবে ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, জীবিকা এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা হয়। তাই এটি কেবল সম্পদ আহরণ নয়; বরং পরিবেশবান্ধব সমুদ্রভিত্তিক অর্থনীতির একটি আধুনিক ধারণা।
• এতে মাছধরা, সামুদ্রিক পরিবহন, পর্যটন, উপকূলীয় অর্থনীতি, অফশোর জ্বালানি ও প্রযুক্তিনির্ভর সম্পদ অনুসন্ধান অন্তর্ভুক্ত।
• এ ধারণার মূল লক্ষ্য হলো সমুদ্রসম্পদ ব্যবহার করে আয় বৃদ্ধি করা, তবে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি না করে।
• বাংলাদেশও বঙ্গোপসাগরকে ঘিরে এই অর্থনীতি উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছে।
• ব্লু ইকোনমি ভবিষ্যতের নতুন শক্তিশালী অর্থনৈতিক সম্ভাবনা হিসেবে বিবেচিত।
0
Updated: 18 hours ago
Which valuable mineral is found on the sea beach of Cox's Bazar?
Created: 2 months ago
A
Gold
B
Uranium
C
Ilmenite
D
Diamond
বঙ্গোপসাগরে সামুদ্রিক সম্পদ
অবস্থান
-
বাংলাদেশের প্রায় ৭১৬ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চল জুড়ে বঙ্গোপসাগরে প্রচুর সামুদ্রিক সম্পদ বিদ্যমান।
জলজ সম্পদ
-
৪৪২ প্রজাতির মৎস্য
-
৩৩৬ প্রজাতির মলাস্ক (Mollusks)
-
১৯ প্রজাতির চিংড়ি
-
নানা ধরনের কাঁকড়া
-
বিভিন্ন ধরনের সামুদ্রিক জলজ উদ্ভিদ
খনিজ সম্পদ
-
কক্সবাজারের উপকূলীয় এলাকায় পাওয়া গেছে:
-
জিরকন
-
মোনাজাইট
-
ইলমেনাইট
-
ম্যাগনেটাইট
-
রিওটাইল
-
লিউকক্সেন
-
-
সমুদ্র তলদেশে রয়েছে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস।
সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি (বোর্ড বই
0
Updated: 2 months ago
‘সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
পারস্য উপসাগরে
B
বঙ্গোপসাগরে
C
আরব সাগরে
D
ভূমধ্যসাগরে
সোয়াচ অব নো গ্রাউন্ড হলো খাদ আকৃতির একটি সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
-
এটি বঙ্গোপসাগরে অবস্থিত এবং গঙ্গা খাদ নামেও পরিচিত।
-
প্রস্থ প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল, এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো।
-
মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
-
বঙ্গীয় ডিপ সি ফ্যান গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলে।
-
বেঙ্গল ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত।
-
সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের ১৪ কিলোমিটার প্রশস্ত গভীর সমুদ্রের উপত্যকা।
-
এই উপত্যকার গভীরতম রেকর্ড করা অঞ্চল প্রায় ১৩৫০ মিটার।
-
সাবমেরিন উপত্যকাটি বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখার অংশ, যা বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা হিসেবে পরিচিত।
উৎস:
0
Updated: 1 month ago