Due to reduction in the bus price by 15%, the number of passengers on a certain route increased by 40%. What will be the percentage increase in revenue?
A
17
B
18
C
19
D
20
উত্তরের বিবরণ
ধরি,১০০ জন যাত্রী পরিবহন হত যখন ভাড়া ছিল ১০০ টাকা।
রাজস্ব = ১০০×১০০ = ১০০০০ টাকা
ভাড়া কমার পরে,
১৪০ জন যাত্রী পরিবহন হত যখন ভাড়া ৮৫ টাকা।
রাজস্ব = ১৪০×৮৫ = ১১৯০০ টাকা
রাজস্ব বৃদ্ধি = (১১৯০০ - ১০০০০) টাকা = ১৯০০ টাকা
১০০০০ টাকায় রাজস্ব বৃদ্ধি = ১৯০০ টাকা
১ টাকায় রাজস্ব বৃদ্ধি = ১৯০০/১০০০০ টাকা
১০০ টাকায় রাজস্ব বৃদ্ধি = ১৯০০×১০০/১০০০০ টাকা
= ১৯ টাকা বা ১৯%
0
Updated: 18 hours ago
একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
Created: 1 month ago
A
২৮০ টাকা
B
৪০০ টাকা
C
৩৮০ টাকা
D
৩২০ টাকা
প্রশ্ন: একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
সমাধান:
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১১০ - ৯০) টাকা
= ২০ টাকা
এখন,
বিক্রয়মূল্যের পার্থক্য ২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৮০)/২০ টাকা
= ৪০০ টাকা
∴ দ্রব্যটির ক্রয়মূল্য = ৪০০ টাকা।
0
Updated: 1 month ago
৭৫ টাকায় ১৫ টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রি করলে কত লাভ হবে?
Created: 6 days ago
A
১৬%
B
১৭%
C
১৮%
D
২০%
প্রশ্নঃ ৭৫ টাকায় ১৫ টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রি করলে কত লাভ হবে?
সমাধানঃ
ক্রয়মূল্য = ৭৫ টাকা
বিক্রয়মূল্য = ৯০ টাকা
লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য
= ৯০ – ৭৫
= ১৫ টাকা
লাভের শতকরা হার = (লাভ × ১০০) / ক্রয়মূল্য
= (১৫ × ১০০) / ৭৫
= ১৫০০ / ৭৫
= ২০%
উত্তরঃ ২০% (ঘ)
0
Updated: 6 days ago
একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৪৫০ টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?
Created: 1 month ago
A
৩৯৬ টাকা
B
৩২০ টাকা
C
৩৬৬ টাকা
D
২৮০ টাকা
প্রশ্ন: একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ৪৫০ টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?
সমাধান:
ধরি,
ছাতাটির ক্রয়মূল্য = x টাকা
শর্তমতে,
৩(x - ৩৭৮) = ৪৫০ - x
বা, ৩x - ১১৩৪ = ৪৫০ - x
বা, ৩x + x = ৪৫০ + ১১৩৪
বা, ৪x = ১৫৮৪
বা, x = ১৫৮৪/৪
∴ x = ৩৯৬
∴ ছাতাটির ক্রয়মূল্য = ৩৯৬ টাকা ।
0
Updated: 1 month ago