The technological revolutions of the 21st century ____ from entirely new sectors, based on microprocessors, telecommunications, biotechnology and nanotechnology. However, the most remarkable breakthroughs will come from the interaction of insights and applications arising when these technologies ____.
A
Are emerging, converse
B
Emerging, Conversing
C
are emerging, converge
D
are emerging, converging
উত্তরের বিবরণ
বর্তমান সময়ে অর্থাৎ 21st century তে যা ঘটছে তা বুঝাতে present continuous tense (are emerging) হবে। এবং কোনো কিছু ভবিষ্যতে কোনো পদক্ষেপের ফলে ঘটবে বুঝাতে শূন্যস্থানে converge ই যথাযথ উত্তর।
0
Updated: 18 hours ago
Choose the antonym of “Adversity”:
Created: 2 months ago
A
Misfortune
B
Hardship
C
Prosperity
D
Calamity
Correct Answer
গ) Prosperity ✅
Explanation:
-
Adversity (Noun)
-
Bangla Meaning: নিদারুণ দুর্দশা, দৈবদোষ, দুঃখযন্ত্রণা।
-
English Meaning: a state or instance of serious or continued difficulty or misfortune.
-
-
Prosperity (Noun)
-
Bangla Meaning: সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি, সৌভাগ্য, সাফল্য, উন্নতি।
-
English Meaning: the condition of being successful or thriving.
-
Other Options
ক) Misfortune → দুর্ভাগ্যজনক ঘটনা; অনর্থপাত।
খ) Hardship → কষ্টকর পরিস্থিতি; suffering।
ঘ) Calamity → দুর্দৈব, বিপর্যয়, চরম দুর্দশা।
0
Updated: 2 months ago
"He died _____ a snake bite." Which preposition fits best?
Created: 2 months ago
A
at
B
in
C
from
D
within
Correct Answer: from
ব্যাখ্যা:
-
“Die from” ব্যবহার করা হয় যখন মৃত্যুর কারণটি কোনো নির্দিষ্ট বাহ্যিক কারণ, যেমন রোগ, দুর্ঘটনা বা বিষক্রিয়া।
-
উদাহরণ বাক্যে: snake bite একটি বাহ্যিক কারণ, অর্থাৎ সে মারা গেছে সাপের কামড়ের কারণে।
-
তাই এখানে from সঠিক।
Die এর সাথে অন্যান্য Preposition ব্যবহার
| Preposition | ব্যবহার | উদাহরণ |
|---|---|---|
| from | বাহ্যিক কারণ বা প্রভাব | He died from a snake bite. / He died from overeating. |
| at | সময় নির্দেশ করতে | He died at 9:30 am. |
| in | দুর্ঘটনায় মারা যাওয়া বা জায়গা, মাস বা বছর | He died in an accident. / He died in 1950. / He died in London. |
| within | সীমিত সময়ের মধ্যে মৃত্যু | He died within five minutes. |
| of | রোগ বা অভ্যন্তরীণ কারণে মৃত্যু | He died of cholera. / Karim died of cancer. |
| for | কোনো আদর্শ বা কারণে মৃত্যু | He died for his country. |
| on | নির্দিষ্ট দিনে বা তাৎক্ষণিক মৃত্যু | He died on the spot. / He died on Monday. |
| between | সময় সীমার মধ্যে মৃত্যু | He died between 9 a.m. to 9:30 a.m. |
📚 Source: Applied English Grammar and Composition by P.C. Das
0
Updated: 2 months ago
We insist on you leaving the meeting before any further outbursts take place.
Created: 2 months ago
A
insist on
B
you
C
leaving
D
before
• The error is — খ) you
• Correct sentence:
We insist on your leaving the meeting before any further outbursts take place.
-
Bangla: আমরা জোর দিচ্ছি যে আর কোনো বিস্ফোরণ ঘটার আগেই আপনি সভাটি ছেড়ে চলে যান।
• Explanation:
-
"insist on" requires a possessive pronoun + gerund
-
অর্থাৎ, "insist on"-এর পরে pronoun-এর possessive form + (verb+ing) ব্যবহার হয়
-
তাই you এর পরিবর্তে your ব্যবহার করা হবে
• Other parts:
-
ক) insist on — Correct phrase (demand firmly)
-
গ) leaving — Correct gerund (verb acting as a noun)
-
ঘ) before — Correct conjunction
0
Updated: 2 months ago