টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এ অভীষ্ট কয়টি?
A
৩০
B
১৭
C
১৯
D
২৩
উত্তরের বিবরণ
SDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক উন্নয়ন কাঠামো, যেখানে মোট ১৭টি লক্ষ্য রয়েছে। এর মধ্যে SDG Goal 4 হলো “Quality Education”, অর্থাৎ স人人ের জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং আজীবন শিক্ষার সুযোগ তৈরি করা। এই লক্ষ্য শিক্ষা অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেয়।
● এই লক্ষ্যের মূল উদ্দেশ্য হলো শিক্ষায় সমতা নিশ্চিৎ করা এবং শিক্ষার মান উন্নয়ন করা।
● শিক্ষায় লিঙ্গ বৈষম্য দূর করা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুযোগ বাড়ানো এ লক্ষ্যভুক্ত।
● দক্ষ মানবসম্পদ গঠন, প্রযুক্তি শিক্ষার প্রসার এবং প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রবেশাধিকার নিশ্চিত করাও এতে অন্তর্ভুক্ত।
0
Updated: 20 hours ago
টেকসই উন্নয়ন অভীষ্ট কবে গৃহীত হয়?
Created: 2 days ago
A
২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর
B
২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর
C
২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর
D
২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর
টেকসই উন্নয়ন অভীষ্ট বা SDGs হলো জাতিসংঘ কর্তৃক গৃহীত একটি বৈশ্বিক উন্নয়ন কাঠামো, যার লক্ষ্য বিশ্বব্যাপী দারিদ্র্য দূর করা, পরিবেশ রক্ষা করা এবং সবার জন্য উন্নয়ন নিশ্চিত করা। এটি গৃহীত হয় ২৫ সেপ্টেম্বর ২০১৫ সালে এবং বাস্তবায়ন সময়সীমা ২০১৬–২০৩০ নির্ধারণ করা হয়, যা মোট ১৫ বছর।
মূল তথ্যসমূহ:
• এতে মোট ১৭টি প্রধান লক্ষ্য রয়েছে, যেমন দারিদ্র্য দূরীকরণ, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, জেন্ডার সমতা ও পরিবেশ সুরক্ষা।
• লক্ষ্যগুলো মূল্যায়নের জন্য রয়েছে ১৬৯টি টার্গেট বা সূচক।
• এটি MDGs-এর (Millennium Development Goals) উত্তরসূরি হিসেবে প্রণীত।
• এর উদ্দেশ্য টেকসই অর্থনীতি, সমাজ ও পরিবেশ নিশ্চিত করা।
0
Updated: 2 days ago
টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) মোট-
Created: 9 hours ago
A
১০টি
B
১৭টি
C
২১টি
D
৮টি
সাধারণ জ্ঞান
SDG- Sustainable Development Goals(টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
২০১৫ সালে জাতিসংঘ বৈশ্বিক উন্নয়ন কাঠামোর অংশ হিসেবে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) গ্রহণ করে। এগুলো ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূরীকরণ, অসমতা হ্রাস এবং পরিবেশ সুরক্ষাকে কেন্দ্র করে গঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন কাঠামো।
• ১৭টি এসডিজির মধ্যে রয়েছে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি, স্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা ও বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ।
• পরিবেশ সুরক্ষায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীবনজগৎ রক্ষা, পরিচ্ছন্ন জ্বালানি ও টেকসই শহর লক্ষ্য অন্তর্ভুক্ত আছে।
• অর্থনৈতিক উন্নয়নে শোভন কাজ, শিল্পায়ন, উদ্ভাবন, বৈষম্য হ্রাস ও বিশ্বব্যাপী অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
• এসব লক্ষ্য বাস্তবায়নে সরকার, আন্তর্জাতিক সংস্থা, সিভিল সোসাইটি ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করে।
0
Updated: 9 hours ago
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?
Created: 4 hours ago
A
২৪
B
৮
C
১৫
D
১৭
সাধারণ জ্ঞান
SDG- Sustainable Development Goals(টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG (Sustainable Development Goals) হলো জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক উন্নয়ন কাঠামো, যা বিশ্বের দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য হ্রাস এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। এসব লক্ষ্য অর্জনের নির্ধারিত সময়কাল ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত, অর্থাৎ মোট ১৫ বছর।
• SDG মোট ১৭টি লক্ষ্য এবং ১৬৯টি উপ-লক্ষ্য নিয়ে গঠিত, যা সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে।
• এই লক্ষ্যসমূহের সূচনা ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় গৃহীত হয় এবং ২০১৬ সালে কার্যকর হয়।
• SDG পূর্ববর্তী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG)-এর বিস্তৃত ও উন্নত সংস্করণ হিসেবে বিবেচিত।
• ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।
0
Updated: 4 hours ago