UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
A
১৯৯৭
B
১৯৯৯
C
২০০০
D
২০০১
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষাগত বৈচিত্র্য, মাতৃভাষার মর্যাদা এবং ভাষার অধিকার রক্ষার প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়। ১৯৯৯ সালে UNESCO এ দিবসকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে এবং পরের বছর অর্থাৎ ২০০০ সালে প্রথমবার বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।
● দিবসটির মূল প্রেরণা ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন, যেখানে বাংলা ভাষার জন্য শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার ও আরও অনেকে জীবন উৎসর্গ করেন।
● ২১ ফেব্রুয়ারি দিনটি বাংলাদেশের ইতিহাসে ভাষা, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের ভিত্তি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
● UNESCO ঘোষণা করার পর দিবসটি এখন ১৯৩টিরও বেশি দেশে ভাষাগত সংস্কৃতি সংরক্ষণে সচেতনতা সৃষ্টির মাধ্যম হিসেবে গৃহীত।
0
Updated: 20 hours ago
UNESCO-র সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 3 days ago
A
লন্ডনে
B
নিউইয়র্কে
C
জেনেভায়
D
প্যারিসে
সাধারণ জ্ঞান
UNESCO- United Nations Educational, Scientific and Cultural Organization
শিক্ষক নিবন্ধন পরীক্ষা
UNESCO এর পূর্ণরূপ United Nations Educational, Scientific and Cultural Organization। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও তথ্যপ্রবাহের উন্নয়নে কাজ করে। সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত, যা আন্তর্জাতিক সহযোগিতা ও নীতিনির্ধারণের কেন্দ্র।
• বাংলাদেশ ১৯৭২ সালে UNESCO-এর সদস্যপদ লাভ করে, স্বাধীনতার পরপরই আন্তর্জাতিক স্বীকৃতি ও সাংস্কৃতিক উন্নয়নের ধারায় যুক্ত হয়।
• UNESCO বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা বিস্তার, স্বাক্ষরতা বৃদ্ধি এবং সৃজনশীল সংস্কৃতি রক্ষায় ভূমিকা রাখে।
• সংস্থার প্রধানের পদবি মহাপরিচালক (Director-General), যিনি নীতিমালা ও কার্যক্রম তত্ত্বাবধান করেন।
• বিশ্ব শিক্ষক দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বহু আন্তর্জাতিক দিবসের সঙ্গে UNESCO যুক্ত।
0
Updated: 3 days ago
UNESCO এর বর্তমান সহযোগী সদস্য দেশ কয়টি? (আগস্ট, ২০২৫)
Created: 2 months ago
A
১০ টি
B
১১ টি
C
১২ টি
D
১৩ টি
UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO).
– UNESCO- এর পূর্ণরূপ - United Nations Educational Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো - বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা - ১৯৪টি এবং সহযোগী সদস্য - ১২টি। (আগস্ট, ২০২৫)
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।
তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্বঐতিহ্য স্থান ঘোষনা করেছে?
Created: 4 days ago
A
কুসুম্বা মসজিদ
B
ষাট গম্বুজ মসজিদ
C
আতিয়া জামে মসজিদ
D
ছোটো সোনা মসজিদ
সাধারণ জ্ঞান
UNESCO- United Nations Educational, Scientific and Cultural Organization
শিক্ষক নিবন্ধন পরীক্ষা
বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি হিসেবে ইউনেস্কো তিনটি স্থাপনাকে বিশ্ব ঐতিহ্য স্থান (World Heritage Site) হিসেবে ঘোষণা করেছে। এসব স্থাপনা বাংলাদেশের ইতিহাস, স্থাপত্য ও প্রকৃতির অনন্য নিদর্শন বহন করে।
• ষাট গম্বুজ মসজিদ: এটি বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় বা প্রাক-মুঘল আমলে নির্মিত মসজিদ, যা বাগেরহাটে অবস্থিত। যদিও নাম ষাট গম্বুজ, আসলে এর গম্বুজ সংখ্যা ৮১টি। এটি ১৯৮৫ সালে ৩২১তম বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে অন্তর্ভুক্ত হয়।
• পাহাড়পুরের সোমপুর মহাবিহার: এটি প্রাচীন বাংলার বৌদ্ধ স্থাপত্যের অন্যতম নিদর্শন, ৩২২তম বিশ্ব ঐতিহ্য স্থান, ঘোষিত ১৯৮৫ সালে।
• সুন্দরবন: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, ঘোষিত ১৯৯৭ সালে ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে।
0
Updated: 4 days ago