বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের সমাধিস্থল কোন জেলায়?
A
রাঙ্গামাটি
B
খাগড়াছড়ি
C
চট্টগ্রাম
D
ফরিদপুর
উত্তরের বিবরণ
রাঙামাটির বুড়িঘাট এলাকায় সমাধিস্থ ব্যক্তিটি হলেন “মানিক সর্দার” বা “চন্দ্রনাথ সর্দার” নন; বরং এখানে সমাধিস্থ আছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব বীরশ্রেষ্ঠ প্রাপ্ত সাতজনের একজন। তাঁর স্মৃতিকে সম্মান জানাতে সমাধিস্থল আজ জাতীয় স্মৃতিস্থানে পরিণত হয়েছে।
● তিনি ১৯৭১ সালের ৮ এপ্রিল চট্টগ্রামের রাঙামাটি-বরকল সীমান্তের বুড়িঘাট এলাকায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হন।
● পাকবাহিনীর অগ্রযাত্রা আটকে দেয়ার সময় তিনি বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন।
● তাঁর ত্যাগ দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত হয়।
0
Updated: 20 hours ago
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোথায় সমাহিত করা হয়?
Created: 2 months ago
A
মৌলভীবাজার
B
চাঁপাইনবাবগঞ্জ
C
যশোর
D
ব্রাহ্মণবাড়িয়া
সাধারণ জ্ঞান
১৯৭১ সালের ডিসেম্বর মাসের ঘটনাবলি
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
-
জন্ম: ১৯৪৯, বরিশাল জেলা
-
সেনা: মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত
-
সেক্টর: ৭ নং সেক্টর
-
শহীদ: ১৪ ডিসেম্বর, ১৯৭১, বিজয়ের মাত্র দুই দিন আগে; বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ
-
সমাধি: চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনমসজিদ প্রাঙ্গণ
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
মুক্তিযুদ্ধে 'চীফ অব স্টাফ' এর দায়িত্ব পালন করেন কে?
Created: 2 months ago
A
খালেদ মোশাররফ
B
এম এ রব
C
এ কে খন্দকার
D
কে এম সফিউল্লাহ
• কর্নেল এম এ রব:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রব যুদ্ধে যোগ দেন।
- সিলেট অঞ্চলে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে দুর্ধর্ষ সব যুদ্ধের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন এম এ রব।
- মুজিবনগর সরকার তাকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ও সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে নিয়োগ দেয়।
- মুক্তিযুদ্ধের পরে লেফটেন্যান্ট কর্নেল আবদুর রবকে মেজর জেনারেল পদ দেওয়া হয় এবং বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়।
- ১৯৭৫ সালের ১৪ নভেম্বর শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
অন্যদিকে,
- কে এম সফিউল্লাহ সিলেট অঞ্চলের অধিনায়ক ছিলেন।
- মুক্তিযুদ্ধে উপসেনাপতির দায়িত্ব পালন করেন এ কে খন্দকার।
- ২নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মোশারফ।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন 'অপারেশন জ্যাকপট' হচ্ছে -
Created: 2 months ago
A
গেরিলা বাহিনীর অভিযান
B
বিমান বাহিনীর অভিযান
C
নৌ কমান্ডোদের অভিযান
D
সেনাবাহিনীর অভিযান
অপারেশন জ্যাকপট
-
১৯৭১ সালের ১৫ আগস্ট পরিচালিত নৌ-কমান্ডো বাহিনীর প্রথম অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিত।
-
এই অভিযানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ-কমান্ডোগণ অল্প সময়ে যুদ্ধের গতি সম্পর্কে বিশ্বকে ধারণা দিতে সক্ষম হন।
-
এদিন রাতে নৌ-কমান্ডোগণ একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করে।
-
পাকিস্তান বাহিনীর ২৬টি পণ্য ও সমরাস্ত্রবাহী জাহাজ এবং গানবোট ডুবিয়ে দেয়া হয়।
-
মুক্তিযুদ্ধকালে যুদ্ধাঞ্চলকে ১১টি সেক্টরে ভাগ করা হয়, যার মধ্যে ১০নং সেক্টরের অধীনে নৌ-কমান্ডো বাহিনী ছিল।
-
এই সেক্টরটি সমুদ্র উপকূলবর্তী এলাকা, নদী ও সমুদ্র বন্দরসহ বাংলাদেশের সমগ্র জলপথকে অন্তর্ভুক্ত করত।
উৎস:
বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago