'ছিন্নপত্রে'র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
A
ইন্দিরা দেবী
B
কাদম্বরী দেবী
C
মৃণালিনী দেবী
D
মৈত্রেয়ী দেবী
উত্তরের বিবরণ
‘ছিন্নপত্র’ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু চিঠির সংকলন। এটি প্রথম প্রকাশিত হয় ১৯১২ সালে। এই গ্রন্থে মোট ১৫৩টি চিঠি আছে। এর মধ্যে প্রথম ৮টি চিঠি লেখা হয় শ্রীশচন্দ্র মজুমদারকে,
আর বাকি ১৪৫টি চিঠি লেখা হয় রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে। ইন্দিরাকে লেখা চিঠিগুলোর মধ্যে পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গের প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দরভাবে উঠে এসেছে। এই চিঠিগুলোকেই আমরা 'ছিন্নপত্র' ও 'ছিন্নপত্রাবলী' নামে চিনি।
সঠিক উত্তর: ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী।

0
Updated: 2 months ago
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণকাহিনি নয় কোনটি?
Created: 2 weeks ago
A
জাভা যাত্রীর পত্র
B
পারস্য যাত্রী
C
রাশিয়ার চিঠি
D
ইউরোপের চিঠি
‘ইউরোপের চিঠি’ একটি ভ্রমণকাহিনি নয়, বরং এর রচয়িতা অন্নদাশঙ্কর রায়। এই গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪২ সালে।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভ্রমণ ও ভ্রমণকাহিনি:
রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রমণকথার বইতে সমৃদ্ধ। তাঁর ভ্রমণকাহিনির সংখ্যা আটটি, যা বিশ্বপরিভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে:
-
‘ইউরোপ প্রবাসীর পত্র’
-
‘ইউরোপ যাত্রীর ডায়েরী’
-
‘পথের সঞ্চয়’
-
‘জাপান যাত্রী’
-
‘পশ্চিম যাত্রীর ডায়েরী’
-
‘জাভা যাত্রীর পত্র’
-
‘রাশিয়ার চিঠি’
-
‘পারস্য যাত্রী’

0
Updated: 2 weeks ago
বিহারীলাল চক্রবর্তীকে “ভোরের পাখি” নামে কে আখ্যায়িত করেছেন?
Created: 2 weeks ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
জীবনানন্দ দাশ
C
কাজী নজরুল ইসলাম
D
মাইকেল মধুসূদন দত্ত
বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর “ভোরের পাখি” নামে আখ্যায়িত করেছেন। তিনি আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত।
-
বিহারীলাল চক্রবর্তী:
-
জন্ম: ১৮৩৫, নিমতলা, কলকাতা।
-
বাংলা সাহিত্যের আধুনিক গীতিকবিতার স্রষ্টা হিসেবে পরিচিত।
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সারদা মঙ্গল কাব্য পড়ে তাঁকে ‘ভোরের পাখি’ বলে অভিহিত করেন।
-
শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সারদা মঙ্গল
-
শেষ কাব্যগ্রন্থ: সাধের আসন, যা সারদা মঙ্গল কাব্যের পরিশিষ্ট।
-
মৃত্যু: ২৪ মে ১৮৯৪।
-
-
কাব্যগ্রন্থসমূহ:
-
স্বপ্নদর্শন
-
সঙ্গীত শতক
-
বন্ধু-বিয়োগ
-
প্রেম প্রবাহিণী
-
নিসর্গ সন্দর্শন
-
বঙ্গসুন্দরী (সার্থক গীতিকবিতা)
-
সারদা মঙ্গল
-
-
সম্পাদিত পত্রিকা:
-
পূর্ণিমা
-
সাহিত্য সংক্রান্তি
-
অবোধ বন্ধু
-

0
Updated: 2 weeks ago
'কুমুদিনী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের চরিত্র?
Created: 3 weeks ago
A
ঘরে বাইরে
B
যোগাযোগ
C
গোরা
D
রাজর্ষি
• 'যোগাযোগ' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস প্রথমে তিন পুরুষ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। পরে উপন্যাসের নাম হয় যোগাযোগ।
- নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ উপন্যাসের কেন্দ্র।
- শেষ পর্যন্ত স্বামীর কাছে কুমুদিনীর দ্বিধান্বিত সমর্পণে কাহিনির সমাপ্তি হলেও কুমুদিনীর মধ্যে এক বিদ্রোহী নারীর রূপ স্পষ্ট হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- নৌকাডুবি,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

0
Updated: 3 weeks ago