Who attacked poetry in The School of Abuse?
A
Edmund Spenser
B
Stephen Gosson
C
Aristotle
D
John Milton
উত্তরের বিবরণ
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।
0
Updated: 5 months ago
The central character of Wuthering Heights is -
Created: 1 month ago
A
Cathy Linton
B
Edgar Linton
C
Lockwood
D
Heathcliff
Wuthering Heights হলো এমিলি ব্রন্টের রচিত একটি উপন্যাস, যা ১৮৪৭ সালে Ellis Bell ছদ্মনামে প্রকাশিত হয়। এটি অন্যান্য সমকালীন উপন্যাস থেকে আলাদা, এর নাটকীয় ও কবিতাসুলভ উপস্থাপনা, লেখকের হস্তক্ষেপের অনুপস্থিতি এবং অসাধারণ কাঠামোর কারণে বিশেষভাবে স্বীকৃত। Wuthering Heights গথিক নভেলের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো Heathcliff, একজন এতিম বালক। সে অন্যদের আশ্রয়ে থাকে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সঙ্গে গভীর মানসিক মিলন ঘটে, দুইজন একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু Catherine অন্যত্র বিয়ে করলে Heathcliff অনিশ্চিত হয়ে যায়। ফিরে আসার পর সে অঢেল অর্থের মালিক হয়ে ওঠে। কাহিনীর এ পর্যায়ে সে প্রাক্তন প্রেমিকা Catherine-এর পরিবারের সাথে সম্পর্কিত হয়ে সম্পত্তির লোভে বিয়ে করার চেষ্টা করে। পরবর্তীতে বিয়েটি ভেঙে যায়, Catherine মারা যায় এবং তার ভাই Hindleyও মৃত্যুবরণ করে। তবে তাদের সন্তানরা বড় হতে থাকে এবং Heathcliff-এর সন্তানও তাদের সঙ্গে যোগ দেয়। এইভাবে কাহিনী এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের মধ্যে এগিয়ে চলে।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (কেন্দ্রীয় চরিত্র)
-
Lockwood
Emily Bronte হলেন Charlotte Bronte-এর ছোট বোন। মূলত Wuthering Heights উপন্যাসের জন্য তিনি পরিচিত। মাত্র ত্রিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
তার উল্লেখযোগ্য রচনা
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights
0
Updated: 1 month ago
What lesson does Charlotte Lucas’s marriage give?
Created: 2 months ago
A
Love is everything
B
Marriage is only social duty
C
Security is more important than love
D
Romance always wins
Charlotte Lucas Darcy বা Bingley-এর মতো প্রেমময় পুরুষকে পায় না। বয়স বেশি হয়ে যাওয়ায় ও পরিবার দরিদ্র হওয়ায় সে Collins-এর প্রস্তাব গ্রহণ করে। এতে Austen দেখান সমাজে অনেক নারী অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিয়ে করতে বাধ্য হতো।
Elizabeth-এর মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া সবার পক্ষে সম্ভব ছিল না। তাই Charlotte বাস্তববাদী এবং তার বিয়ে এক ধরনের সামাজিক ট্র্যাজেডি।
1
Updated: 2 months ago
Gulliver's Travels was written by -
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Mark Twain
C
Daniel Defoe
D
Jonathan Swift
Gulliver's Travels
-
লেখক: Jonathan Swift
-
যুগ: Augustan Age, 18th Century
-
ধরন: Satirical Novel
-
প্রকাশ: 1726
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে যায়, ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং অদ্ভুত দেশে পৌঁছায় যেখানে লোকেরা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুটদের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটে, পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সঙ্গে যুদ্ধেও সে জড়িত হয়।
-
শেষে Gulliver বেঁচে ফিরে আসে।
-
-
চারটি খন্ড:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the Country of the Houyhnhnms
-
Jonathan Swift
-
জাতীয়তা: Anglo-Irish
-
পেশা: Author ও Clergyman
-
বিশেষত্ব: ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যঙ্গরচয়িতা (Satirist)
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-
Source: Britannica
0
Updated: 1 month ago