ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?
A
১৭ আগস্ট ২০১৭
B
২৭ জানুয়ারি ২০১৯
C
১৭ জুন ২০২১
D
১৭ নভেম্বর ২০১৬
উত্তরের বিবরণ
বাংলাদেশের ইলিশকে ১৭ আগস্ট ২০১৭ সালে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের স্বীকৃতি দেওয়া হয়, যা দেশের অর্থনীতি, সংস্কৃতি ও পরিচয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। GI স্বীকৃতি কোনো অঞ্চলের নির্দিষ্ট পণ্যের বৈশিষ্ট্য ও উৎসকে আন্তর্জাতিকভাবে সুরক্ষা দেয়।
● ইলিশ বাংলাদেশের নদীনির্ভর জীববৈচিত্র্য এবং ঐতিহ্যের প্রতীক, বিশেষ করে পদ্মা, মেঘনা ও বঙ্গোপসাগর অঞ্চলে পাওয়া যায়।
● GI সনদ পাওয়ার ফলে ইলিশের বাণিজ্যিক মূল্য বৃদ্ধি পায় এবং নকল বা ভুয়া পরিচয়ে বাজারজাতকরণ প্রতিরোধ করা সম্ভব হয়।
● এর আগে বাংলাদেশে প্রথম GI পণ্য হিসেবে জামদানি ২০১৬ সালে স্বীকৃতি পায়, যা ঢাকার তন্তুবায় শিল্পের ঐতিহ্য বহন করে।
0
Updated: 20 hours ago