SDG এর পূর্ণরূপ কী?
A
Social Development Group
B
Sustainable Development Goal
C
Sustainable Dynamic Growth
D
Strategic Development Guide
উত্তরের বিবরণ
একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে যে লক্ষ্যসমূহ নির্ধারণ করা হয়েছে, সেগুলোকেই SDG বলা হয়। জাতিসংঘ ২০১৫ সালে এই লক্ষ্যগুলো ঘোষণা করে এবং ২০৩০ সালের মধ্যে অর্জনের পরিকল্পনা নির্ধারণ করে। নিচে SDG–এর মূল ধারণা ও তথ্যগুলো সংক্ষেপে তুলে ধরা হলো।
– SDG এর পূর্ণরূপ Sustainable Development Goal, যা বাংলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা।
– মোট ১৭টি লক্ষ্য ও ১৬৯টি টার্গেট নিয়ে SDG গঠিত।
– এই লক্ষ্যসমূহের উদ্দেশ্য হলো দারিদ্র্য দূর করা, ক্ষুধামুক্ত বিশ্ব গঠন, মানসম্মত শিক্ষা, সবার জন্য স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, লিঙ্গ সমতা, এবং অর্থনৈতিক বৈষম্য কমানো।
– SDG হলো MDG (Millennium Development Goals)–এর পরবর্তী ধাপ, যা আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক।
– বিশ্বের সব দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো SDG বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেয়।
– বাংলাদেশও SDG অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে; বিশেষ করে দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।
– “Agenda 2030” নামেও SDG পরিচিত, কারণ এই লক্ষ্যগুলো ২০৩০ সালের মধ্যে অর্জনের লক্ষ্য স্থির করা হয়েছে।
0
Updated: 21 hours ago
SDG Goal 1 কি?
Created: 1 month ago
A
দারিদ্র বিমোচন
B
ক্ষুধামুক্ত বিশ্ব
C
লিঙ্গ সমতা
D
মানসম্মত শিক্ষা
SDG Goal 1: No Poverty (দারিদ্র্য বিমোচন)-এর মূল উদ্দেশ্য হলো ২০৩০ সালের মধ্যে সকল ধরনের চরম দারিদ্র্য দূর করা, অর্থাৎ দৈনিক আয় $১.৯-এর কম যাদের, তাদের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া।
-
মূল সূচকসমূহ:
-
চরম দারিদ্র্যের হার হ্রাস।
-
সামাজিক সুরক্ষা ব্যবস্থা সম্প্রসারণ।
-
দরিদ্রদের জন্য অর্থনৈতিক ও সামাজিক সুযোগ বৃদ্ধি।
-
0
Updated: 1 month ago
SDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রথম লক্ষ্যমাত্রা কোনটি?
Created: 1 month ago
A
ক্ষুধামুক্তি
B
বৈষম্য হ্রাস
C
লিঙ্গ সমতা
D
দারিদ্র্য নির্মূল
টেকসই উন্নয়ন হল একটি আন্তর্জাতিক উদ্যোগ, যা জাতিসংঘ ২৫ সেপ্টেম্বর ২০১৫ সালে গৃহীত করে। এর লক্ষ্য হলো মানবতা ও পৃথিবীর উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণভাবে বজায় রাখা। টেকসই উন্নয়নের বাস্তবায়ন সময়কাল ১ জানুয়ারি ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০৩০।
মূল তথ্যসমূহ:
-
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs): ১৭টি
-
টেকসই উন্নয়নের উদ্দেশ্য (Targets): ১৬৯টি
১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য:
১. দারিদ্র্য নির্মূল
২. ক্ষুধামুক্তি
৩. সুস্বাস্থ্য
৪. মানসম্পন্ন শিক্ষা
৫. লিঙ্গ সমতা
৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
১০. বৈষম্য হ্রাস
১১. টেকসই শহর ও জনগণ
১২. পরিমিত ভোগ
১৩. জলবায়ুবিষয়ক পদক্ষেপ
১৪. পানির নিচে প্রাণ
১৫. স্থলভাগের জীবন
১৬. শান্তি ও ন্যায়বিচার
১৭. লক্ষ্য অর্জনে অংশীদারত্ব
0
Updated: 1 month ago
এসডিজি (SDG)-এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?
Created: 20 hours ago
A
৪
B
১
C
৬
D
৭
সাধারণ জ্ঞান
SDG- Sustainable Development Goals(টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
SDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক উন্নয়ন কাঠামো, যেখানে মোট ১৭টি লক্ষ্য রয়েছে। এর মধ্যে SDG Goal 4 হলো “Quality Education”, অর্থাৎ স人人ের জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং আজীবন শিক্ষার সুযোগ তৈরি করা। এই লক্ষ্য শিক্ষা অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেয়।
● এই লক্ষ্যের মূল উদ্দেশ্য হলো শিক্ষায় সমতা নিশ্চিৎ করা এবং শিক্ষার মান উন্নয়ন করা।
● শিক্ষায় লিঙ্গ বৈষম্য দূর করা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুযোগ বাড়ানো এ লক্ষ্যভুক্ত।
● দক্ষ মানবসম্পদ গঠন, প্রযুক্তি শিক্ষার প্রসার এবং প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রবেশাধিকার নিশ্চিত করাও এতে অন্তর্ভুক্ত।
0
Updated: 20 hours ago