বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
A
শব্দ
B
বর্ণ
C
ধ্বনি
D
চিহ্ন
উত্তরের বিবরণ
• বাক্যের উপাদান/ ক্ষুদ্রতম একক - ধ্বনি।
অন্যদিকে,
• বাক্যের উপকরণ/ বৃহত্তম একক - শব্দ।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
• ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
• ভাষার মূল উপাদান /ক্ষুদ্রতম একক - ধ্বনি এবং
• বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
0
Updated: 3 hours ago
উচ্চারণস্থান অনুসারে 'র, ল, স' কোন ধরনের ধ্বনি?
Created: 3 months ago
A
দন্তমূলীয় ধ্বনি
B
জিহ্বামূলীয় ধ্বনি
C
তালব্য ধ্বনি
D
মূর্ধন্য ধ্বনি
যেসব ধ্বনি উচ্চারণ করতে হলে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার (দন্তমূলের) সঙ্গে লাগে, সেগুলোকে দন্তমূলীয় ধ্বনি বলে।
উদাহরণ: ন, র, ল, স
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)
0
Updated: 3 months ago
ধ্বনির প্রতীককে কী বলা হয়?
Created: 1 month ago
A
শব্দ
B
বর্ণ
C
মাত্র
D
কার
ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম উচ্চারণযোগ্য একক, আর সেই ধ্বনির প্রতীককেই বলা হয় বর্ণ। বর্ণের মাধ্যমে কানে শোনা শব্দগুলোকে চোখে দেখা সম্ভব হয়। অর্থাৎ, এটি ধ্বনিকে দৃশ্যমান আকারে প্রকাশ করে। একটি ভাষার সবগুলো বর্ণ একত্রে বর্ণমালা গঠন করে।
-
ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালা মূলত দুই ভাগে বিভক্ত।
-
স্বরধ্বনির প্রতীক হলো স্বরবর্ণ।
-
ব্যঞ্জনধ্বনির প্রতীক হলো ব্যঞ্জনবর্ণ।
-
বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা মোট ৫০টি।
0
Updated: 1 month ago
ভাষার ক্ষুদ্রতম একক কী?
Created: 2 months ago
A
শব্দ
B
বর্ণ
C
ধ্বনি
D
অক্ষর
ভাষা ও তার উপাদান
-
সংজ্ঞা: বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
-
ভাষার ক্ষুদ্রতম একক: ধ্বনি
-
ধ্বনি ভাষার মূল উপাদান।
-
ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়।
-
-
ধ্বনির লিখিত রূপ: বর্ণ
-
ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
-
-
ভাষার মৌলিক উপাদান: শব্দ
-
শব্দের ক্ষুদ্রতম অংশ: অক্ষর
-
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
0
Updated: 2 months ago