The ultimate test of a good education is supposed to be that it teaches to think.
A
You
B
All
C
If
D
By
উত্তরের বিবরণ
এই উক্তিটি শিক্ষা ও মানসিক বিকাশের মূল উদ্দেশ্য বোঝায়। একটি ভালো শিক্ষা কেবল তথ্য প্রদানই নয়, বরং ছাত্রকে চিন্তাশীল, বিশ্লেষণক্ষম এবং সমস্যা সমাধান করার সক্ষমতা প্রদান করে।
• এটি নির্দেশ করে যে শিক্ষা মানদণ্ড অনুযায়ী সকল ক্ষেত্রেই প্রয়োগযোগ্য, অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ে নয়, জীবন ও কর্মক্ষেত্রেও কার্যকর।
• একজন শিক্ষিত ব্যক্তি কেবল জ্ঞান অর্জন করে না, বরং সেই জ্ঞানকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে শেখে।
• শিক্ষা মনকে স্বাধীনভাবে চিন্তা করতে সক্ষম করে এবং সৃজনশীলতা ও যৌক্তিক বিশ্লেষণ গড়ে তোলে।
• তাই উক্তিটি “All” দিয়ে চিহ্নিত করা সঠিক, কারণ শিক্ষা সব ধরনের জ্ঞান, দক্ষতা এবং চিন্তাশীলতা বিকাশের সমন্বয় ঘটায়।
এভাবে শিক্ষার মূল উদ্দেশ্য হলো মননশীল ও বিচক্ষণ মানুষ তৈরি করা।
0
Updated: 3 hours ago
You may go out to play provided you finish your homework first.
Here, the underlined word is a/an-
Created: 1 month ago
A
preposition
B
conjunction
C
adverb
D
verb
Complete sentence:
You may go out to play provided you finish your homework first.
-
এখানে underlined word provided একটি conjunction।
Provided / Provided (that) [Conjunction]
-
English Meaning: on condition that; with the understanding; if
-
Bangla Meaning: Provided (that) = এই শর্তে (যে)
ব্যাখ্যা:
-
শর্ত বোঝাতে Provided / Provided that ব্যবহার করা হয়।
-
দুইটি clause সংযুক্ত করতে এটি conjunction হিসেবে কাজ করে।
উদাহরণ:
-
The teacher will allow extra time provided you have a valid reason.
-
The flight will take off provided that the weather is good.
উৎস:
0
Updated: 1 month ago
I will write down the phone number _____ I forget.
Created: 1 week ago
A
Unless
B
however though
C
in case
D
if
বাক্যটি ভবিষ্যতে ভুলে যাওয়ার সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয়েছে। এখানে বক্তা আগেই সতর্কতা নিচ্ছে যেন ফোন নম্বর ভুলে না যায়। তাই “in case” ব্যবহৃত হয়েছে যা সম্ভাব্য ঘটনার আগে প্রস্তুতির ইঙ্গিত দেয়।
– in case মানে হলো “যদি এমন হয়” বা “সম্ভাবনা থাকলে” — যা কোনো কাজ আগেই সম্পন্ন করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
– unless মানে “যদি না হয়”, যা শর্তসাপেক্ষে ব্যবহৃত হয় কিন্তু সতর্কতা বোঝায় না।
– however though অপ্রয়োজনীয় ও ব্যাকরণগতভাবে ভুল।
– if সাধারণ শর্ত বোঝায়, কিন্তু এখানে প্রযোজ্য নয় কারণ বাক্যে পূর্বসতর্কতার ভাব রয়েছে।
অতএব, সঠিক উত্তর হলো in case, কারণ এটি সম্ভাব্য ভুলের জন্য আগাম প্রস্তুতির অর্থ প্রকাশ করে।
0
Updated: 1 week ago
কোনটি Conjunction এর উদাহরণ?
Created: 5 days ago
A
very
B
our
C
or
D
for
সঠিক উত্তর হলো or, কারণ এটি একটি Conjunction (সংযোজক অব্যয়)। এটি দুটি শব্দ, পদ বা বাক্যকে যুক্ত করতে ব্যবহৃত হয়, সাধারণত বিকল্প বা পছন্দ বোঝাতে।
• Or ব্যবহৃত হয় দুটি বা ততোধিক বিকল্পের মধ্যে নির্বাচন বোঝাতে। যেমন— Do you want tea or coffee? (তুমি কি চা নাকি কফি চাও?)
• Very একটি adverb (ক্রিয়া বিশেষণ), যা বিশেষণ বা অন্য ক্রিয়া বিশেষণকে জোর দেয়। যেমন— very good, very fast।
• Our একটি possessive pronoun (অধিকারসূচক সর্বনাম), যা মালিকানা বোঝায়। যেমন— our school, our teacher।
• For একটি preposition (অব্যয়), যা উদ্দেশ্য বা কারণ বোঝাতে ব্যবহৃত হয়। যেমন— This gift is for you.
• তাই প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে or-ই একমাত্র Conjunction, যা দুটি বাক্যাংশ বা ধারণাকে সংযুক্ত করে।
0
Updated: 5 days ago