'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?
A
দোলনচাঁপা
B
বিষের বাঁশী
C
সাম্যবাদী
D
অগ্নিবীণা
উত্তরের বিবরণ
‘বিদ্রোহী’ কবিতা
-
‘বিদ্রোহী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা এবং এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’-র দ্বিতীয় কবিতা।
-
কবিতাটি প্রথম প্রকাশিত হয় ২২ পৌষ, ১৩২৮ বঙ্গাব্দ (৬ জানুয়ারি, ১৯২২ সালে) সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়।
-
নজরুল অনেক বিদ্রোহী মনোভাবের কবিতা লিখেছেন, কিন্তু ‘বিদ্রোহী’ কবিতার কারণেই তিনি চিরকাল ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত।
-
এই কবিতার মূল ভাবনা হলো — বিদ্রোহ ও বিপ্লবের তীব্র আবেগ।
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ
-
‘অগ্নিবীণা’ ছিল নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
তিনি এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে।
-
এতে মোট ১২টি কবিতা রয়েছে।
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের কবিতাগুলো হলো
-
প্রলয়োল্লাস (প্রথম কবিতা)
-
বিদ্রোহী
-
রক্তাম্বরধারিণী মা
-
আগমনী
-
ধুমকেতু
-
কামালপাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মোহররম
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 months ago
'ভাত দে হারামজাদা' কবিতার রচয়িতা কে?
Created: 5 months ago
A
রফিক আজাদ
B
হুমায়ুন আজাদ
C
দাউদ হায়দার
D
হুমায়ুন কবির
• রফিক আজাদ:
- রফিক আজাদ টাঙ্গাইল জেলার জাহিদগঞ্জের গুণীগ্রামে জন্মগ্রহণ করেন।
- রফিক আজাদের ডাক নাম ছিল 'জীবন'।
- বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা 'উত্তরাধিকার' পত্রিকার সম্পাদক ছিলেন।
- তাঁর বিখ্যাত কবিতা 'ভাত দে হারামজাদা'। এটি 'সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে' কাব্যগ্রন্থে সংকলিত।
- তিনি ২০১৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ:
- চুনিয়া আমার আর্কেডিয়া,
- অসম্ভবের পায়ে,
- কোনো খেদ নেই,
- হৃদয়ের কী বা দোষ,
- সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে,
- করো অশ্রুপাত,
- পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 5 months ago
'ভাত দে হারামজাদা' কবিতার রচয়িতা কে?
Created: 4 months ago
A
রফিক আজাদ
B
হুমায়ুন আজাদ
C
দাউদ হায়দার
D
হুমায়ুন কবির
রফিক আজাদ
-
রফিক আজাদ জন্মগ্রহণ করেন টাঙ্গাইল জেলার জাহিদগঞ্জের গুণীগ্রামে।
-
তাঁর ডাক নাম ছিল ‘জীবন’।
-
তিনি বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ‘উত্তরাধিকার’ এর সম্পাদক ছিলেন।
-
তাঁর সবচেয়ে পরিচিত কবিতা হলো ‘ভাত দে হারামজাদা’, যা ‘সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে’ নামের কাব্যগ্রন্থে সংকলিত।
-
তিনি ২০১৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।
রফিক আজাদের বিখ্যাত কাব্যগ্রন্থসমূহ:
-
চুনিয়া আমার আর্কেডিয়া
-
অসম্ভবের পায়ে
-
কোনো খেদ নেই
-
হৃদয়ের কী বা দোষ
-
সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে
-
করো অশ্রুপাত
-
পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 4 months ago
'বনি আদম' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 5 months ago
A
গোলাম মোস্তফা
B
হুমায়ুন আজাদ
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
হুমায়ুন কবির
• গোলাম মোস্তফা:
- ১৮৯৭ সালে যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর জন্ম।
- তিনি ছিলেন কবি ও লেখক।
- ১৯৪৯ সালে গঠিত পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির সচিব হিসেবে তিনি কাজ করেন।
- সাহিত্য-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যশোর সংঘ কর্তৃক 'কাব্য সুধাকর' (১৯৫২) এবং পাকিস্তান সরকার কর্তৃক
- তিনি ১৯৬৪ সালে মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রক্তরাগ,
- খোশরোজ,
- কাব্যকাহিনী,
- গীতি সঞ্চয়ন,
- সাহারা,
- হাসনাহেনা,
- বুলবুলিস্তান,
- বনি আদম ইত্যাদি।
• তাঁর রচিত অনুবাদকাব্য:
- মুসাদ্দাস-ই-হালী,
- কালামে ইকবাল,
- শিকওয়া ও জওয়াব-ই-শিকওয়া (১৯৬০)।
• তাঁর রচিত গদ্যগ্রন্থ:
- বিশ্বনবী, -
- ইসলাম ও জেহাদ,
- ইসলাম ও কমিউনিজম,
- আমার চিন্তাধারা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 5 months ago