A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
আনন্দমোহন বাগচী
উত্তরের বিবরণ
‘আনন্দমঠ’ উপন্যাস
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘আনন্দমঠ’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৮২ সালে।
-
এই উপন্যাসের পটভূমি ১৭৭০ সালের ছিয়াত্তরের মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহ।
-
মূল বিষয়: দেশভক্তি, জাতিপ্রেম ও হিন্দুধর্মে বিশ্বাস।
-
এখানে ‘স্বদেশ’ বলতে বোঝানো হয়েছে বঙ্গভূমিকে এবং ‘ধর্ম’ বলতে বোঝানো হয়েছে হিন্দু ধর্মকে।
-
উপন্যাসে উল্লেখিত ‘বন্দে মাতরম্’ গানটি ইংরেজবিরোধী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে ওঠে।
-
এটি ঐতিহাসিক উপন্যাস নয়, তবে এর ঘটনা কল্পিত হলেও বিশ্বাসযোগ্য এবং চরিত্রগুলো আদর্শায়িত।
-
গ্রামীণ জীবনের চিত্র ও মন্বন্তরের বর্ণনা বাস্তবধর্মী।
-
কাহিনিতে প্রেম ও আদর্শের সংঘাত উপন্যাসকে গভীরতা দিয়েছে।
-
‘বন্দে মাতরম্’ গানটি পরে became একটি উদ্দীপক দেশাত্মবোধক স্লোগান।
-
উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন:
-
নরেশচন্দ্র সেনগুপ্ত (The Abbey of Bliss, 1907)
-
শ্রী অরবিন্দ (Ananda Math, 1910)
-
-
এটি একটি বাস্তবধর্মী রোমান্টিক উপন্যাস।
-
এই রচনায় বঙ্কিমচন্দ্রের স্বসম্প্রদায়প্রীতি বা নিজের ধর্ম ও জাতির প্রতি পক্ষপাত লক্ষ্য করা যায়।
● বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
তিনি ছিলেন একজন ঔপন্যাসিক, সাংবাদিক এবং বাংলার নবজাগরণের পথিকৃৎ।
-
জন্ম: ১৮৩৮ সাল, চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে।
-
তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
-
তাঁর প্রথম উপন্যাস: Rajmohan’s Wife (ইংরেজিতে লেখা)।
-
প্রথম সার্থক বাংলা উপন্যাস: দুর্গেশনন্দিনী (১৮৬৫)।
-
প্রথম কাব্যগ্রন্থ: ললিতা তথা মানস (১৮৫৬)।
-
দ্বিতীয় বাংলা উপন্যাস: কপালকুণ্ডলা (১৮৬৬)।
-
তাঁর রচিত বিখ্যাত ত্রয়ী উপন্যাস: আনন্দমঠ, দেবী চৌধুরানী, ও সীতারাম।
● বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসসমূহ
-
দুর্গেশনন্দিনী
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 4 weeks ago
‘রূপাই ও সাজু’ - কোন কাব্যের চরিত্র?
Created: 1 week ago
A
রাখালী
B
সোজন বাদিয়ার ঘাট
C
নক্সী কাঁথার মাঠ
D
বোবা কাহিনী
‘নক্সী কাঁথার মাঠ’
-
‘নক্সীকাঁথার মাঠ’ (১৯২৯) জসীম উদ্দীন রচিত কাহিনি কাব্য বা গাথা কাব্য।
-
গ্রন্থের প্রথম অংশে বর্ণিত: চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয়, তাদের অনুরাগের বিকাশ, বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবন।
-
দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে তাদের বিচ্ছেদ।
-
জসীম উদ্দীন পূর্ববঙ্গ গীতিকায় বর্ণনাভঙ্গি ও ভাষারীতি অবলম্বন করেছেন।
-
কাব্যের উপকরণ: গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা।
-
আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে এটি একটি বিশেষ স্বাতন্ত্র্যপূর্ণ রচনা।
জসীম উদ্দীনের অন্যান্য বিখ্যাত গাথা কাব্য
-
নক্সী কাঁথার মাঠ
-
সোজন বাদিয়ার ঘাট
-
মা যে জননী কান্দে
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয় কাকে?
Created: 1 week ago
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
মাইকেল মধুসূদন দত্ত
C
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
D
প্যারীচাঁদ মিত্র
প্যারীচাঁদ মিত্র
-
তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী।
-
জন্ম: ১৮১৪ সালের ২২ জুলাই, কলকাতা।
-
তিনি “টেকচাঁদ ঠাকুর” ছদ্মনামে সাহিত্য রচনা করতেন।
-
প্রথম উপন্যাস: ‘আলালের ঘরে দুলাল’।
-
কিছু মত অনুযায়ী এটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস।
-
তাঁকে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয়।
-
সাংবাদিকতা ও বাংলা সাহিত্যে অবদানের জন্যই বিশেষ পরিচিতি লাভ করেন।
-
নিয়মিত লেখক ছিলেন দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া এবং বেঙ্গল স্পেক্টেটর পত্রিকায়।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ
-
মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়
-
রামারঞ্জিকা
-
কৃষিপাঠ
-
ডেভিড হেয়ারের জীবনচরিত
-
বামাতোষিণী
তাঁর রচিত উপন্যাস
-
আলালের ঘরের দুলাল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'বিশ শতকের মেয়ে' - নীলিমা ইব্রাহীম রচিত কোন ধরনের রচনা?
Created: 6 days ago
A
কাব্যগ্রন্থ
B
প্রবন্ধ
C
নাটক
D
উপন্যাস
'বিশ শতকের মেয়ে' উপন্যাস
-
লেখক: নীলিমা ইব্রাহীম
-
ধরন: উপন্যাস
নীলিমা ইব্রাহীম
-
জন্ম: ১৯২১, ফকিরহাট, বাগেরহাট
-
পেশা: শিক্ষাবিদ
-
কার্যক্রম:
-
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক নারী-উন্নয়ন, সমাজকল্যাণ ও বুদ্ধিবৃত্তিক সংস্থার সঙ্গে যুক্ত
-
উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রবন্ধ রচনা
-
রচিত সাহিত্যকর্ম
উপন্যাস:
-
বিশ শতকের মেয়ে
-
এক পথ দুই বাঁক
-
কেয়াবন সঞ্চারিণী
-
বহ্নিবলয়
নাটক:
-
দুয়ে দুয়ে চার
-
যে অরণ্যে আলো নেই
-
রোদ জ্বলা বিকেল
-
সূর্যাস্তের পর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 6 days ago