সূর্য উদয়ের দেশ কোনটি?
A
জাপান
B
থাইল্যান্ড
C
ইন্দোনেশিয়া
D
চীন
উত্তরের বিবরণ
বিভিন্ন দেশের পরিচিতি তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক গুরুত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এসব পরিচিত নাম দেশগুলোর স্বকীয়তা তুলে ধরে এবং বিশ্বে তাদের অনন্য পরিচয় প্রতিষ্ঠা করে।
• জাপানকে বলা হয় “সূর্যোদয়ের দেশ”, কারণ এটি এশিয়ার পূর্ব প্রান্তে অবস্থিত এবং ঐতিহ্যগতভাবে সূর্যকে তাদের জাতীয় প্রতীক হিসেবে সম্মান করা হয়।
• চীনকে বলা হয় “মহাপ্রাচীরের দেশ”, কারণ সেখানে অবস্থিত বিশাল চীনের মহাপ্রাচীর, যা বিশ্বের অন্যতম স্থাপত্য বিস্ময়।
• থাইল্যান্ড পরিচিত “মুক্তভূমি” নামে, কারণ এটি উপনিবেশিক শক্তির শাসনের বাইরে থেকে স্বাধীনতা বজায় রাখতে সক্ষম হয়েছিল।
• ইন্দোনেশিয়াকে বলা হয় “হাজার দ্বীপের দেশ”, কারণ দেশটি অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত এবং এর দ্বীপসংখ্যা ১৭,০০০ এর বেশি।
0
Updated: 5 hours ago
G-8 এর একমাত্র দেশীয় দেশ কোনটি?
Created: 12 hours ago
A
কোরিয়া
B
জাপান
C
চীন
D
মালয়শিয়া
G-8 হলো বিশ্বের অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং শিল্পোন্নত দেশগুলোর একটি জোট, যা বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি এবং নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ২০১৪ সালে ইউক্রেন সংকটের কারণে রাশিয়ার সদস্যপদ স্থগিত হওয়ায় এ সংগঠন বর্তমানে G-7 নামে পরিচিত।
• G-8 গঠনের সদস্য: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, জাপান ও রাশিয়া
• রাশিয়া বাদ পড়ায় বর্তমান সদস্য সংখ্যা ৭টি
• এই জোট বিশ্ব অর্থনীতি, উন্নয়ন কৌশল এবং আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু নিয়ে বার্ষিক সম্মেলন করে
• জাপান একমাত্র এশীয় সদস্য, যা এশিয়ার অর্থনৈতিক শক্তির প্রতীক
• যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এই জোটের মূল প্রভাবক
0
Updated: 12 hours ago
জাপানের পার্লামেন্টের নাম কি?
Created: 3 weeks ago
A
নেসোট
B
ডায়েট
C
কোকেটিং
D
মিরামি
জাপানের জাতীয় পার্লামেন্টের নাম ডায়েট; এটি দুটি কক্ষ নিয়ে গঠিত। জাপানের আইন সভার অফিসিয়াল নাম “দ্য ন্যাশনাল ডায়েট”। এখানে সরকারী আইন প্রণয়ন হয়।
0
Updated: 3 weeks ago
জাপানের পার্লামেন্টের নাম কি?
Created: 3 weeks ago
A
নেসোট
B
ডায়েট
C
কোকেটিং
D
মিরামি
জাপানের জাতীয় পার্লামেন্টের নাম ডায়েট; এটি দুটি কক্ষ নিয়ে গঠিত। জাপানের আইন সভার অফিসিয়াল নাম “দ্য ন্যাশনাল ডায়েট”। এখানে সরকারী আইন প্রণয়ন হয়।
0
Updated: 3 weeks ago