সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
A
হাইড্রোজেন
B
হিলিয়াম
C
নাইট্রোজেন
D
আর্গন
উত্তরের বিবরণ
এই তথ্যগুলো বিভিন্ন গ্যাসের বৈশিষ্ট্য ও ব্যবহার তুলে ধরে। পর্যায় সারণিতে গ্যাসগুলোর পারমাণবিক ভর এবং রাসায়নিক ধর্ম অনুযায়ী তাদের প্রয়োগ ভিন্ন হয়। সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন এবং সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস রেডন। গ্যাসের ভর, ঘনত্ব, জ্বালনশীলতা ও নিষ্ক্রিয়তার ওপর ভিত্তি করে বিভিন্ন ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়।
• হাইড্রোজেন সবচেয়ে হালকা এবং এটি হাইড্রোজেন বোমা তথা থার্মোনিউক্লিয়ার অস্ত্রে ব্যবহৃত
• রেডন ভারী, তেজস্ক্রিয় ও ক্ষতিকর গ্যাস
• বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন ব্যবহার করা হয়, কারণ এটি অক্সিডেশন প্রতিরোধ করে
• বেলুন, এয়ারশিপ ও ডাইভিং ট্যাঙ্কে হিলিয়াম ব্যবহৃত হয়, কারণ এটি অজ্বালনশীল ও হালকা
• হিলিয়াম শব্দ বিকৃতি ও নিরাপদ শ্বাস–গ্যাস হিসেবেও ব্যবহৃত হয়
0
Updated: 5 hours ago
বর্তমানে ওপেকের সদস্য দেশ কয়টি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
১০টি
B
১২টি
C
১৫টি
D
১৭টি
OPEC (Organization of the Petroleum Exporting Countries) হলো তেল রপ্তানীকারক দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা, যা বৈশ্বিক তেলের নীতি ও মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
প্রধান উদ্দেশ্য: সদস্য দেশগুলোর পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় করা এবং বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণ করা।
-
গঠনের প্রস্তাবক দেশ: ভেনেজুয়েলা।
-
প্রতিষ্ঠিত: সেপ্টেম্বর, ১৯৬০।
-
প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা)।
-
বর্তমান সদস্য দেশ: ১২টি (আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা)
0
Updated: 1 month ago
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
Created: 2 days ago
A
প্রোপেন
B
বিউটেন
C
মিথেন
D
হাইড্রোজেন
প্রাকৃতিক গ্যাসে সবচেয়ে বেশি পরিমাণে যে উপাদানটি থাকে তা হলো মিথেন। এটি বর্ণহীন, গন্ধহীন এবং অত্যন্ত দাহ্য এক ধরনের হাইড্রোকার্বন, যা পৃথিবীর ভূগর্ভে দীর্ঘদিন ধরে জৈব পদার্থের অবক্ষয়ের মাধ্যমে গঠিত হয়। এ কারণেই প্রাকৃতিক গ্যাসকে শক্তির অন্যতম প্রধান উৎস হিসেবে ব্যবহার করা হয়।
তালিকা আকারে ইনফরমেশন:
-
মিথেন (CH₄) প্রাকৃতিক গ্যাসের মোট গঠন উপাদানের প্রায় ৭০%–৯০% জুড়ে থাকে।
-
মিথেনের অণুতে একটি কার্বন এবং চারটি হাইড্রোজেন থাকে, যা একে অত্যন্ত স্থিতিশীল ও পরিষ্কার জ্বালানিতে পরিণত করে।
-
প্রাকৃতিক গ্যাসে মিথেনের পাশাপাশি ইথেন, প্রোপেন, বিউটেন, নাইট্রোজেন ও কার্বন ডাই–অক্সাইড সামান্য পরিমাণে থাকে।
-
শক্তি উৎপাদন, রান্না, শিল্পকারখানা এবং বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে মিথেন ব্যবহৃত হয় কারণ এতে ধোঁয়া কম তৈরি হয়।
-
মিথেন দহন করলে কার্বন ডাই–অক্সাইড ও পানি তৈরি হয়, তাই অন্যান্য জীবাশ্ম জ্বালানির তুলনায় এটি তুলনামূলকভাবে পরিবেশবান্ধব।
-
বাংলাদেশে সিলেট, বিবিয়ানা, তিতাস, বাখরাবাদসহ বিভিন্ন গ্যাসক্ষেত্রে মিথেনসমৃদ্ধ প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়।
0
Updated: 2 days ago
‘CNG’-এর পূর্ণরূপ কী?
Created: 11 hours ago
A
Converted Natural Gas
B
Compressed Natural Gas
C
Conversed Natural Gas
D
Connected Natural Gas
CNG এর পূর্ণরূপ Compressed Natural Gas, যা রূপান্তরিত বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস হিসেবে পরিচিত। এটি মূলত মিথেন গ্যাস থেকে তৈরি হয় এবং উচ্চচাপে সংকুচিত করে যানবাহনে ব্যবহারযোগ্য করা হয়। পরিবেশবান্ধব হওয়ায় এটি প্রচলিত জ্বালানি যেমন পেট্রোল ও ডিজেলের তুলনায় অধিক নিরাপদ এবং কম দূষণ সৃষ্টি করে।
• CNG তৈরি হয় ২০০-২৫০ বার চাপ প্রয়োগ করে গ্যাসকে সংকুচিত করার মাধ্যমে।
• এতে মূল উপাদান মিথেন হওয়ায় এর জ্বলন প্রক্রিয়া পরিষ্কার এবং ধোঁয়া কম উৎপন্ন হয়।
• যানবাহন, বিশেষ করে বাস, প্রাইভেট কার, অটোরিকশা ইত্যাদিতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত।
• পেট্রোল ও ডিজেলের তুলনায় CNG তুলনামূলকভাবে সাশ্রয়ী জ্বালানি।
0
Updated: 11 hours ago